সেলিব্রেটি হয়েও নেই অহংকার, পিকনিকে গিয়ে গ্রামের মানুষদের সঙ্গে ছবি তুললেন রচনা, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

সেলিব্রেটি হয়েও নেই অহংকার। গ্রামের মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। একসময় চুটিয়ে অভিনয় করেছেন বড় পর্দায়। তবে, একটা সময়ের পর সেই পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন। কিন্তু, বড় পর্দায় যেভাবে তিনি সকলের মন জয় করেছিলেন, ঠিক তেমনই ছোট পর্দায়ও সকলের মন জয় করে নিয়েছেন।
View this post on Instagram
বিকেল ৫ টা বাজলেই জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) নিয়ে সকলের ড্রইং রুমে হাজির হয়ে যান তিনি। ছোট পর্দায় তাঁর লুক থেকে শুরু করে স্ক্রিনে উপস্থাপনা সবেতেই তিনি নজর কেড়েছেন দর্শকদের। এককথায় তিনি হলেন বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No.1)। সকল দিদিদের ইন্সপিরেশন। তাঁকে ছাড়া এই শো প্রায় অচল বলা চলে।
View this post on Instagram
প্রায় ১১ বছর ধরে একটানা এই শোয়ের জনপ্রিয়তা তিনি বজায় রেখে এসেছেন। আর তার একটাই কারণ রচনার নিঁখুদ সঞ্চালনা। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সকলেই আসেন দিদির মঞ্চে খেলতে। সকলের সঙ্গেই তার মধুর সম্পর্ক। আর এই কাজের ফাঁকেই রচনা এদিক সেদিক ট্যুরও করেন। কেননা তিনি ঘুরতে ভালোবাসেন। আর বর্তমানে এই শীতের মরসুমে সকলেই পিকনিক করছে।
View this post on Instagram
এদিন রচনাও নিজের ছেলে সহ কাছের বন্ধু বান্ধবদের নিয়ে মেতে উঠেছিলেন চড়ুই ভাতিতে। কলকাতা থেকে সোজা বাসে করে এসে হাজির হয়েছিলেন ইছামতির পাড়ে। আর সেখানে গিয়ে গ্রামের মানুষদের সঙ্গে একেবারে মিশে গেছেন। এমনকি তাদের সঙ্গে ছবিও তোলেন। আর সেই ছবি পোস্টও করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যা দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। সম্প্রতি রচনার এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।