ছেলের সাথে জমিয়ে ক্রিকেট খেললেন ‘দিদি নং ১’-এর রচনা ব্যানার্জি, তুমুল ভাইরাল দৃশ্য
করোনা আবহে এবছর সব উৎসব পালনই অতটা জমজমাট ভাবে হচ্ছে না। তবে, তাঁর মধ্যেও বছরে এই একটা দিন মানুষ নিজেদের সাধ্যমতো আনন্দ করতে ভোলেনা। চার্চে তো যাওয়া বটেই পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া সহ বাইরে ভালো-মন্দ খাওয়া সবই থেকে বড়দিনের মেনুতে। এ বছরেও তাঁর অন্যথা ঘটেনি।
সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাই মেতে উঠেছেন বড়দিনের আনন্দে। ভাবছেন তো নিশ্চই যে কোন সেলিব্রেটির কথা বলছি? তাহলে শুনুন কার কথা বলছি। তিনি হলেন টলিউডের হট ডিভা যাকে একনামে সবাই চেনেন তিনি হলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
একসময় চুটিয়ে অভিনয় করেছেন বড় পর্দায়। তবে, একটা সময়ের পর সেই পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। কিন্তু, বড় পর্দায় যেভাবে তিনি সকলের মন জয় করেছিলেন ঠিক তেমনই ছোট পর্দায়ও দিদি নাম্বার ওয়ান দিয়ে তিনি মন জয় করে নিয়েছেন সকলের। সকলেই দিদিকে মনের কথা বলে হালকা হয়।
আর এবার সেই দিদি অর্থাৎ রচনা ব্যানার্জীই ছেলের সঙ্গে মন খুলে মজা করতে বেরিয়ে পড়েন বড়দিনের সকলে। সম্প্রতি তিনি তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবিকে একসঙ্গে কোলাজ করে পোস্ট করেন। বোঝাই যাচ্ছে যে, বড়দিনের সকলে অভিনেত্রী তাঁর ছেলেকে নিয়ে সময় কাটাতে ব্যাস্ত। অভিনেত্রীর পরনে রয়েছে একটি পার্পেল রঙের ফুলহাতা জামা ও প্যান্ট। সঙ্গে ম্যাচিং করে চশমা। তাঁর লুক এবং স্টাইল দেখে বোঝার উপায় নেই যে তাঁর বয়স এখন কত। আর তাঁর ছেলের পরনে রয়েছে একটি নীল রঙের টি শার্ট ও কালো রঙের প্যান্ট। ঘুরতে বেরিয়ে অভিনেত্রীর ছেলে যে খেলায় মত্ত তা তার হাতের ব্যাট বল দেখেই দিব্বি বোঝা যাচ্ছে।
অভিনেত্রী ছেলের সঙ্গে এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন “তুমি আমার ছেলে, তুমি আমার চাঁদ, আমার তারারা” আর সঙ্গে দিয়েছেন কত গুলো চুমুর ইমোজি। বড়দিনের সকালে মা তার ছেলেকে যেন আদরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সম্প্রতি মা ছেলের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।