Entertainment

মেকআপ ছাড়া আপনি তো ‘বুড়ি’! ঘুরতে যাওয়ার ছবি পোষ্ট করে কটাক্ষের শিকার রচনা ব্যানার্জি

Advertisement

‛বুড়ি হয়ে গিয়েছেন যে’! মেকআপ ছাড়া রচনার ছবি দেখেই কটাক্ষের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। টলিউডের (Tollywood) হট ডিভা হলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। বলতে গেলে তাকে একনামে সবাই চেনেন। বয়স তার ৫০-এর দোরগোড়ায়। কিন্তু তারপরেও তিনি আজও এভারগ্রীন। এই বয়সে এসেও তার সৌন্দর্য্য নজরকাড়ে সকলের। একটাসময় চুটিয়ে কাজ করেছেন বড়পর্দায়।

কিন্তু ছেলেকে সময় দেওয়ার জন্যই তিনি বড়পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তারপর বহুদিন পর দিদি নাম্বার ওয়ান দিয়ে ফিরে আসেন সকলের মাঝে। বিকেল ৫ টা বাজলেই জনপ্রিয় গেম শো ‛দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) নিয়ে সকলের ড্রইং রুমে তিনি হাজির হয়ে যান। ছোট পর্দায় তাঁর লুক থেকে শুরু করে স্ক্রিনে উপস্থাপনা সবেতেই তিনি নজর কেড়েছেন দর্শকদের।

এককথায় তিনি হলেন বাংলার ‛দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)। সকল দিদিদের ইন্সপিরেশন। তাঁকে ছাড়া এই শো প্রায় অচল বলা চলে। অনেক পরিশ্রমের মাধ্যমে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। তবে, কাজের পাশাপাশি ঘুরতে যেতেও বেশ পছন্দ করেন রচনা (Rachana Banerjee)। আর তাইতো ছেলেকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েন ঘুরতে। আর এবারে ছুটি কাটাতে গিয়েছেন ইউরোপে।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

ছেলে রৌনক তো রয়েছেই সঙ্গে রয়েছেন অভিনেত্রীর অনেক বন্ধু-বান্ধব। মঙ্গলবার বেড়াতে যাওয়ার কিছু ছবি রচনা শেয়ার করে নেন নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলে। যেখানে উঠে এসেছে সারাজেভোর নানান দৃশ্য। কখনও ছেলের সঙ্গে আবার কখনও গাছে হেলান দিয়ে একেরপর এক পোজে ছবি তুলেছেন অভিনেত্রী। তো এসব তো ঠিকই আছে। কিন্তু ইউরোপের উদ্যেশে রওনা হওয়ার দিন বিমানবন্দর থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন রচনা (Rachana Banerjee)।

যেখানে তাকে একেবারে মেকআপ ছাড়া লুকে দেখা গিয়েছে। আর তা দেখেই নেটিজেনরা ট্রোল করেছেন। কেউ লিখেছেন ‛টেলিভিশনের পর্দায় মেকআপ করে থাকেন বলে চেনা যায়না’। আবার কেউ লিখেছেন বুড়ি হয়ে গিয়েছেন যে’। আবার কেউতো বলেছেন মেকআপ ছাড়া তাকে নাকি চেনাই যায়না। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) হয়েছে রচনার এই নো-মেকআপওয়ালা লুক।