Rachana Banerjee: রচনা ব্যানার্জির পড়াশোনার দৌড় কতদূর, জানলে চমকে যাবেন

টলিউডের (Tollywood) হট ডিভা রচনার শিক্ষাগত যোগ্যতা কত জানেন কি? বলতে গেলে তাকে একনামে সবাই চেনেন। তিনি হলেন সকলের প্রিয় রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। একসময় চুটিয়ে অভিনয় করেছেন বড় পর্দায়। তবে, একটা সময়ের পর সেই পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন। কিন্তু, বড় পর্দায় যেভাবে তিনি সকলের মন জয় করেছিলেন, ঠিক তেমনই ছোট পর্দায়ও সকলের মন জয় করে নিয়েছেন। তবে, তার আসল নাম কিন্তু অন্য। রচনা ব্যানার্জি নামে পরিচিতি পেলেও তার আসল নাম কিন্তু অন্য।
বিকেল ৫ টা বাজলেই জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) নিয়ে সকলের ড্রইং রুমে তিনি হাজির হয়ে যান।ছোট পর্দায় তাঁর লুক থেকে শুরু করে স্ক্রিনে উপস্থাপনা সবেতেই তিনি নজর কেড়েছেন দর্শকদের। এককথায় তিনি হলেন বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)। সকল দিদিদের ইন্সপিরেশন। তাঁকে ছাড়া এই শো প্রায় অচল বলা চলে। অনেক পরিশ্রমের মাধ্যমে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। আর সেই জায়গা ধরেও রেখেছেন।
তার কাছে সাকসেসের চাবিকাঠি হল পরিশ্রম ও ডেডিকেশন। তবে, রচনা (Rachana Banerjee) নামে তিনি পরিচিতি পেলেও তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জি (Jhumjhum Banerjee)। ১৯৯৩ সালে ‛দান প্রতিদান’ সিনেমায় পরিচালক সুখেন দাস তার নাম রাখেন রচনা। এরপর থেকেই নিজের কেরিয়ারে ধীরে ধীরে উন্নতির শিখরে ওঠেন। তবে, তার এই কেরিয়ারে তার বাবার অবদানও কিছু কম নয়। মেয়েকে ওড়িয়া ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করার জন্য তিনি চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন।
সন্তানদের জন্য বাবা-মায়ের আত্ম বলিদানের অনেক ঘটনাই আমরা শুনে থাকি। তবে, নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনা আজও বিরল। আর তাইতো নিজের সাফল্যের চাবিকাঠির কথা বলতে গিয়ে রচনা বারংবার নিজের বাবার নাম নিয়েছেন। বহু সাক্ষাৎকারে অভিনেত্রী নির্দ্বিধায় জানিয়েছেন যে, তার বাবা না থাকলে তিনি আজ এই জায়গায় পৌঁছাতে পারতেন না। ওড়িয়া ইন্ডাস্ট্রির স্টারডামকে পিছনে ফেলে তিনি একসময় বাংলায় আসেন।
বর্তমানে একজন সিঙ্গেল মাদারের দায়িত্ব পালনের পাশাপাশি রচনা (Rachana Banerjee) সঞ্চালনা ও শাড়ির ব্যবসা সামলাচ্ছেন। তবে, অভিনেত্রী কতদূর পড়াশোনা করেছেন সেই বিষয়ে জানতে গেলে জানা যায় যে, তিনি স্নাতকোস্তর অবধি পড়াশোনা করেছেন।