×
EntertainmentViral Video

দুর্দান্ত শরীরী হিল্লোলে নেটিজেনদের মুগ্ধ করলেন রচনা ব্যানার্জি, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি কিছুদিন আগেই ৪৬ এ পা দিয়েছেন তিনি। তবুও, টলিউডের হট ডিভা বলতে এখনও যাকে একনামে সবাই চেনেন তিনি হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। একসময় চুটিয়ে অভিনয় করেছেন বড় পর্দায়। তবে, একটা সময়ের পর সেই পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। কিন্তু, বড় পর্দায় যেভাবে তিনি সকলের মন জয় করেছিলেন ঠিক তেমনই ছোট পর্দায়ও তিনি মন জয় করে নিয়েছেন সকলের।

বিকেল ৫ টা বাজলেই জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান নিয়ে সকলের ড্রইং রুমে হাজির হয়ে যান তিনি। ছোট পর্দায় তাঁর লুক থেকে শুরু করে স্ক্রিনে উপস্থাপনা সবেতেই তিনি নজর কেড়েছেন। এককথায় তিনি হলেন বাংলার দিদি নাম্বার ওয়ান। সকল দিদিদের ইন্সপিরেশন।

ADVERTISEMENT

তবে, এ বয়সে এসেও কীভাবে তিনি নিজেকে ধরে রেখেছেন সেই প্রশ্নই ঘোরে সকলের মুখে মুখে। কিছুদিন আগেই নিজের জন্মদিনে হিন্দি গানের সঙ্গে তুমুল নেচে ভাইরাল হয়েছিলেন তিনি। বয়সকে তুড়ি মেরে তিনি আজও যেন যুবতী। তবে এই যুবতী থাকার রহস্যের কথা জিজ্ঞেস করলে তিনি একটাই কথা বলেন সেটা হল ডাবের জল।

এবারও দুর্দান্ত শরীরী হিল্লোলের সঙ্গে হিন্দি গানে নেচে পাগল করে তুলেছে নেটিজেনদের। সম্প্রতি একটি ভিডিও নিজের ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেখানে তাঁকে পরনে সাদা জিন্স, উপরে ক্রপ টপ পরে মাঝ দরিয়ায় স্টিমারে উঠে নাচতে দেখা গেল। “ফিল ইট রিল ইট” গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি যে নাচেও কতখানি পারদর্শী তা প্রমান হয়েছে রীতিমতো।

তাঁর কাজের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ। তাঁর এই নাচ দেখে কেউ বলতেই পারবেন না তাঁর বয়স এখন কত। বয়সের সঙ্গে তিনি যেভাবে শরীরকে মেইনটেইন করে রেখেছেন তা এখনকার অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো। সম্প্রতি তাঁর এই ভিডিওই রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles