×
EntertainmentVideoViral Video

পরনে স্বল্প পোশাক, ট্রেন্ডিং ‘Tum Tum’ গানে হেয়ার স্টাইলিস্টের সঙ্গে দুর্দান্ত নাচ ‘দিদি নম্বর ১’ রচনার, ভাইরাল ভিডিও

একধারে তিনি যেমন নায়িকা তেমন ১০ বছরেরও বেশি সময় ধরে সামলাচ্ছেন সঞ্চালিকার আসন। পাশাপাশি তিনি একজন মাও বটে। কার কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চই? তিনি হলেন বাংলার সকল দিদিদের ইন্সপিরেশন তথা ‛দিদি নাম্বার ওয়ান’ রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। এবার ট্রেন্ডিং ‛Tum Tum‘-র গানে কোমর দোলালেন রচনা ও তার হেয়ার স্টাইলিস্ট বন্ধু। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।

পরনে স্বল্প পোশাক, ট্রেন্ডিং ‘Tum Tum' গানে হেয়ার স্টাইলিস্টের সঙ্গে দুর্দান্ত নাচ ‘দিদি নম্বর ১’ রচনার, ভাইরাল ভিডিও -

বর্তমানে এই গানটি ব্যাপকভাবে ট্রেন্ডিংয়ে চলছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই এই গানের তালে পা মেলাচ্ছেন। আর সেই তালিকায় এবার বাদ গেলেন না রচনাও। গানটি কথা ও লিরিক্স ব্যাপকভাবে মনে ধরেছে নেটিজেনদের। বলা চলে সকলে যেন এই গানের নেশায় বুঁদ হয়ে আছেন। সম্প্রতি রচনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই শেয়ার করেছেন এই নাচের ভিডিও।

পরনে স্বল্প পোশাক, ট্রেন্ডিং ‘Tum Tum' গানে হেয়ার স্টাইলিস্টের সঙ্গে দুর্দান্ত নাচ ‘দিদি নম্বর ১’ রচনার, ভাইরাল ভিডিও -

যেখানে রচনা ও তার হেয়ার ড্রেসারকে হুক স্টেপে পা মেলাতে দেখা যাচ্ছে। রচনার পরণে রয়েছে শর্ট ওয়ান পিস ও তার হেয়ার ড্রেসারের পরনে রয়েছে শর্ট ড্রেস। শর্ট হেয়ার ও ছিমছাম লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী। প্রথমদিকে রচনা নাচের স্টেপ ভুলে গেলেও পরে আবার গানের তালে মিলিয়ে নেচে যান। ভিডিও শেয়ার করে রচনা ক্যাপশনে লিখেছেন যে, ‛ফানি আস। নো রিহার্সাল, নো প্র্যাকটিস’। তারা যে নেচে ভীষণ মজা পেয়েছেন তা বেশ বোঝা যাচ্ছে ভিডিওতে।

ইতিমধ্যেই লাখ লাখ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি হাজার হাজার হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। এমনকি বহু মানুষ আবার কমেন্টও করেছেন। কেউ লিখেছেন ‛ক্রেজি’। কেউ লিখেছেন ‛আগুন’। আবার কেউ টিপ্পনি কেটে এটাও লিখেছেন যে, ‛ফিগার যাই হোক না কেন, বয়স মুখে এসেই যায়’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।