×
Entertainment

Prosenjit-Rachana: প্রসেনজিতের সঙ্গে গাড়িতে উঠলে তো রক্ষা নেই! গোপন তথ্য ফাঁস রচনার

সালটা ২০১৭। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় টক শো গুলির মধ্যে একটি ছিল ‛অপুর সংসার’। অভিনেতা শ্বাশত চ্যাটার্জির (Swswata Chatterjee) পরিচালনায় এই শো অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। আর অপুর এই শোতে সাধারণ মানুষ নয় বরং দেখা মিলতো একেরপর এক সেলিব্রেটির। আর তেমনই একটি পর্বে হাজির হয়েছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি।

Prosenjit-Rachana: প্রসেনজিতের সঙ্গে গাড়িতে উঠলে তো রক্ষা নেই! গোপন তথ্য ফাঁস রচনার -

আর সেখানে কথায় কথায় উঠে আসে প্রসেনজিতের প্রসঙ্গ। টলিউডের অন্যতম হিট জুটি হলেন প্রসেনজিৎ-রচনা (Prosenjit-Rachana)। একের পর এক সিনেমায় তাদের জুটি মনজয় করেছে ভক্তদের। তবে, একের পর এক এত রোম্যান্টিক ছবি করার পরও রচনা-প্রসেনজিতের সম্পর্কের সমীকরণটা বন্ধুত্বের গন্ডিতেই আটকে রয়েছে। আর সেটা নিয়েও কিন্তু একপ্রকার আক্ষেপ রয়েছে রচনার।

আর সেটা অন ক্যামেরার সামনে নির্দ্বিধায় জানালেন অভিনেত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) শুধু রচনার কো স্টার নন। তার বন্ধু তথা গাইড। আর তারপরেও প্রেমে পড়লো না রচনার। এসব তো রয়েছেই। কিন্তু সেদিন প্রসেনজিৎকে নিয়ে গোপন একটি তথ্য ফাঁস করলেন অভিনেত্রী। রচনার কথায় ইন্ডাস্ট্রির শক্তিশালী অভিনেতা প্রসেনজিৎ হলেও আসলে সেই অনেক ভীতু।

Prosenjit-Rachana: প্রসেনজিতের সঙ্গে গাড়িতে উঠলে তো রক্ষা নেই! গোপন তথ্য ফাঁস রচনার -

প্রসেনজিতের সঙ্গে বহু কনসার্টে গিয়েছেন রচনা। রচনার কথায়, বুম্বাদার সঙ্গে গাড়িতে উঠলে তো রক্ষা নেই কারন অনেকটা সময় হাতে নিয়ে বেরোতেন প্রসেনজিৎ। ৩ ঘন্টার রাস্তা ৬ ঘন্টা ধরে যেতেন বলেই জানান রচনা। কেননা গাড়ি ৪০-র উপরে যেতই না। এমনকি রচনা আরও বলেন যে, তাকে দেখতে লোকের সমাগম হলে সে পালিয়ে বেড়াতো।

Prosenjit-Rachana: প্রসেনজিতের সঙ্গে গাড়িতে উঠলে তো রক্ষা নেই! গোপন তথ্য ফাঁস রচনার -

এদিন নিজের প্রসঙ্গেও রচনা বলেন যে, যারা আমাদের পেশায় আছেন এইসব মেয়েদের এমন কাউকে বিয়ে করা উচিত যারা এই প্রফেসনটাকে বুঝবে। কেননা আমাদের পেশাটা অন্য। সেটা বোঝে, জানে এমন মানুষকে বিষয়টা মানিয়ে নিতে হয় নাহলে সুখী হওয়া মুশকিল। এদিন এমনই সব কথা উঠে এসেছে।