Entertainment

বহুদিন পর কাছের মানুষ প্রসেনজিতের সঙ্গে একফ্রেমে রচনা, কেমেষ্ট্রি দেখে মুগ্ধ অনুরাগীরা

Advertisement

একেই বলে পারফেক্ট জুটি! প্রসেনজিৎ-রচনার ছবি দেখে এমনই মন্তব্য অধিকাংশ নেটিজেনের। টলিউডের (Tollywood) অন্যতম হিট জুটি হলেন প্রসেনজিৎ-রচনা (Prosenjit-Rachana)। নব্বইয়ের দশক থেকে একেরপর এক সিনেমায় তাদের জুটি মনজয় করেছে ভক্তদের। প্রায় ৩৫ টিরও বেশি ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু বরাবরই তারা ভালো বন্ধু হয়ে থেকেছেন। আর তাইতো আজও তাদের বন্ডিং সকলের নজর কাড়ে।

বহুদিন পর কাছের মানুষ প্রসেনজিতের সঙ্গে একফ্রেমে রচনা, কেমেষ্ট্রি দেখে মুগ্ধ অনুরাগীরা

তবে, বর্তমানে তাদের আর একসঙ্গে সিনেমার পর্দায় দেখা যায়না। কিন্তু মাঝেমধ্যেই তাদের একসঙ্গে দেখা যায়। আর যতবারই তারা একই ফ্রেমে ধরা দেন তাতে উচ্ছাসিত হন ভক্তরা। আর এবারেও হল তেমনটাই। সম্প্রতি রচনা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে প্রসেনজিৎ ও রচনা (Prosenjit-Rachana) দুজনকে একইফ্রেমে ধরা দিতে দেখা গেছে।

রচনার (Rachana Banerjee) পরণে রয়েছে অভহোয়াইট কালারের উপর ফ্লোরাল প্রিন্টের কাঁথা স্টিচের শাড়ি। সঙ্গে কানে ঝুমকো, টেনে বাধা চুল ও হাতে চুড়ি। মানানসই মেকআপে অনবদ্য লুক রচনার। আর ওদিকে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) তো একেবারে জামাইয়ের লুকে ধরা দিয়েছেন। তার পরণে রয়েছে অভহোয়াইট ও লাল রঙের ডিজাইনার পাঞ্জাবি। সঙ্গে ক্যারি করেছেন কোচা ধুতি। চাপ দাড়ি সঙ্গে বড় ফ্রেমওয়ালা চশমায় তাকেও বেশ লাগছে।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

কখনও বসে কখনও আবার একে অপরের দিকে তাকিয়ে নানান পোজে তারা ছবি তুলেছেন। সামনেই আসছে জামাইষষ্ঠী। আর তার আগে প্রসেনজিৎ-রচনার (Prosenjit-Rachana) এই লুক নিউলি ম্যারেড কাপেলদের জামাইষষ্ঠীর লুক হিসেবে একেবারে যে পারফেক্ট তা বলাই যায়। ছবি শেয়ার করে রচনা ক্যাপশনে লিখেছেন যে, ‛আমার অন্যতম পছন্দের অভিনেতা তথা কো-স্টার প্রসেনজিৎতের সঙ্গে কিছু মুহূর্ত’।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

আর এই ছবি প্রকাশ্যে আসতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛তোমাদের দুজনের বয়স কম যাচ্ছে’। আবার কেউ লিখেছেন ‛পারফেক্ট জুটি’। আবার কেউ তো আশায় বসে আছেন আবার কবে তাদের একসঙ্গে বড়পর্দায় দেখবেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) প্রসেনজিৎ-রচনার (Prosenjit-Rachana) এই ছবি।