×
Entertainment

Rabbit অ্যাপ নিয়ে এলো যৌন দৃশ্যে ভরপুর নতুন ওয়েব সিরিজ, ভুল করেও বাচ্চাদের সামনে ক্লিক করবেন না

Rabbit অ্যাপের সিরিজ গুলি কার্যত সব দিক থেকে উষ্ণতায় মাখা থাকে। এখনো পর্যন্ত রিলিজ হওয়া দর্শকদের সব থেকে পছন্দের সিরিজ ‘Jalebi’,’Totka’,’Pathshaala’। পরপর এই ধরণের বেশ কিছু সিরিজ রিলিজ হয়েছে। যা দর্শকদের ঘাম ঝরাতে বাধ্য করেছে। শুধু তাই নয় এখন অ্যাডাল্ট সিরিজে দর্শকদের হট ফেভারিট অভিনেত্রী থাকলে এমনিই হিট হবে তা বলার জায়গা রাখে না।

এবার সামনে আসলো নতুন ‘খাট কাবাডি বারখা ‘ (Khaat Kabbadi Barkha) সিরিজের ট্রেলার। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সিরিজের। আর অ্যাডাল্ট সিরিজের বিখ্যাত নায়িকা মাহি খান (Mahi Khan) ও আয়ুষী জেসওয়াল (Ayushi Jaiswal) অভিনয় করবে সেখানে। কার্যত সবার ঘাম ঝরাবে তাদের শরীরী জেল্লার মাধ্যমে।

সিরিজের গল্প সম্পর্কে নিশ্চই আপনারা জানতে চাইছেন? সিরিজের মুখ্য গল্প তৈরী হয়েছে বারখা নামের এক মহিলাকে নিয়ে। যার সেক্সসুয়াল লাইফ কোনোদিন পূর্ণ হয় না। কোনো পুরুষ তাকে সম্পূর্ণভাবে সুখী করতে পারে না। তবে তার বন্ধু তাকে জানায় সে সম্পূর্ণ ভাবে শারীরিক দিক থেকে বারখাকে শারীরিক সুখ দিতে পারবে। তবে সত্যি কি সুখী হতে পারবে বারখা?

তা আপনারা জানবেন আগামী ২৬ সে অগাস্ট এই সিরিজের মধ্যে দিয়ে। তবে অবশ্যই তার আগে Rabbit অ্যাপের সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এই সিরিজ। মাহি ও আয়ুষী কার্যত আপনাদের ঘাম ঝরাতে প্রস্তুত। সম্পূর্ণ হিন্দি ভাষায় Rabbit অ্যাপের মাধ্যমে রিলিজ করবে এই সিরিজ। তাই তাড়াতাড়ি অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে তৈরী থাকুন।

উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।