EntertainmentVideoViral Video

‘সুপার হট’ আম্রপালিকে দেখে নিয়ন্ত্রণ হারালেন অভিনেতা পবন সিং, ভাইরাল ভোজপুরি ভিডিও

Advertisement
Advertisements

অভিনেত্রী আম্রপালি দুবের (Amrapali Dubey) অভিনয়ে মগ্ন এখন গোটা দেশ। ভোজপুরি সিনেমায় এখন ডুবে থাকেন দর্শকরা। অভিনেতা পবন সিং (Pawan Singh) ও আম্রপালি দুবের জুটি বিশেষ হিট। যে কারণে হামেশাই তাদের সিনেমার গান হয়ে ওঠে ভাইরাল (Viral)। যেমন সম্প্রতি ভোজপুরি সিনেমা ‘সত্য’ (Satya) -র একটি গান আবারো হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। গানের নাম ‘রাতে দিয়া বুটাকে’ (Rate Diya Butake)।

‘সুপার হট' আম্রপালিকে দেখে নিয়ন্ত্রণ হারালেন অভিনেতা পবন সিং, ভাইরাল ভোজপুরি ভিডিও

ভিডিওর শুরুতেই কার্যত হট আম্রপালিকে দেখে উত্তেজিত হয়ে গেলেন নায়ক। নায়িকাও লাল রঙের শাড়ি ও ব্লাউজে পবনকে জাগিয়ে তুললেন। ভিডিও দেখে বোঝা যাচ্ছে দুজন স্বামী-স্ত্রী। আম্রপালি নিজেই যৌবনের সাগরে ডোবালেন পবনকে। ভিডিও দেখে আপনার অজান্তেই ঘাম ঝরতে বাধ্য। আর একসময় দুজনেই বেশ জমিয়ে নাচ করেছেন যা দেখতে সুন্দর লেগেছে।

‘সুপার হট' আম্রপালিকে দেখে নিয়ন্ত্রণ হারালেন অভিনেতা পবন সিং, ভাইরাল ভোজপুরি ভিডিও

ভিডিওর মধ্যেই বহুবার তাদের দুজনকে দেখা গেছে অন্তরঙ্গ মুহূর্তে। পবন প্রায় বহুবার আম্রপালির শরীরে চুম্বন ঝড় তুলেছিলেন। ‘Wave Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ৫ বছরের মধ্যে এখনো পর্যন্ত ৫৭ কোটি মানুষ দেখে নিয়েছেন। সাথেই ১৬ লক্ষ লাইক ও প্রচুর কমেন্ট এসেছে।

কেউ লিখেছেন -‘হট’ তো কেউ বলেছিলেন-‘আম্রপালি সবার সেরা’। তার শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো পুরুষকে কাবু করতে পারবে। এই গানটি গেয়েছেন পবন সিং নিজে ও গায়িকা ইন্দু সোনালী (Indu Sonali)। এক মুহূর্ত নষ্ট না করে দুর্দান্ত এই ভিডিওটি তাড়াতাড়ি দেখে নিন।