একে অপরের বৌয়ের সঙ্গে কুকীর্তি দুই বন্ধুর, ভুল করেও বাচ্চাদের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

বিনোদনের মাত্ৰা যেন প্রতিদিন ছাড়িয়ে চলেছে। টেলিভিশন থেকে সিনেমা হলে ছিল মানুষ আবদ্ধ। তারপরে হাতে হাতে আসল স্মার্ট ফোন। শুধু তাই নয় তার সাথেই কার্যত উড়ে আসলো ‘ইন্টারনেট’ নামক সেই বিশেষ বস্তু। যা সারা পৃথিবীর মানুষকে এক ছাদের তলায় এসে দাঁড় করিয়ে দিলো। বর্তমানে বিনোদন খুঁজতে ওয়েব সিরিজ অথবা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে স্বচ্ছন্দ বোধ করেন দর্শকরা। নেটফ্লিক্স হোক কিংবা ইউটিউব, অথবা অ্যামাজন প্রাইম ভিডিও, আজকালকার দিনে ডিজিটাল প্লাটফর্ম হয়ে উঠেছে মানুষের নিত্যদিনের সঙ্গী।
মানুষের মনকে সবথেকে বেশি আকর্ষিত করছে বোল্ড ও অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলি। উল্লু’, ‘কোকু’-এর মতো একাধিক প্লাটফর্মে এই ধরনের ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পায়। এখন সিনেমার থেকেও এই সিরিজ গুলির চাহিদা সবথেকে বেশি। কতটা ঘাম ঝরানো হয় এই অ্যাপের সিরিজ তা আপনারা নিজেও জানেন। আজ তেমনই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাতে হাজির হয়েছি।
Web Series Name – প্যায়ার ইধার উধার (Pyaar Idhar Udhar)
Episode – এই ওয়েব সিরিজে ৪টি এপিসোড আপনারা দেখতে পাবেন।
Web Series Cast : মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুকস খানদাগালে (Rucks Khandagale), নেহা গুপ্তা (Neha Gupta), তাকশ নারাং (Taksh Narang)।
In Which Platform Do You Watch This Series – এই সিরিজ একমাত্র দেখা যাবে ভুভি (Voovi) অ্যাপের মাধ্যমে। যা নির্দিষ্ট টাকার বদলে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।
Web series Story – এই সিরিজের গল্প সাজানো হয়েছে দুর্দান্ত বোল্ড ও সাহসী দৃশ্য দিয়ে। গল্প দুই বন্ধুকে দেখানো হয়েছে যারা দুজনেই বিবাহিত। দাম্পত্য জীবনে অসুখী হবার কারণেই বাইরে সম্পর্ক খুঁজতে চায়। এমন সময় তারা পরকীয়া প্রেমে লিপ্ত হয়। অজান্তেই তারা একে অপরের স্ত্রীয়ের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বন্ধুর স্ত্রীয়ের সাথে এমন প্রেম সকলের সামনে আসলে কি হবে? সেই টুইস্ট নিয়েই তৈরী হয়েছে এই ওয়েব সিরিজ।
Release Date- ২০২৩ সালের ১২ই মে এই সিরিজটি রিলিজ হয়েছিল।
How To Watch This Web series – নিজের স্মার্ট ফোনে প্লে স্টোর থেকে ভুভি অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।
Languages – এই সিরিজটি শুধুমাত্র হিন্দি ভাষায় রিলিজ করেছে।