Advertisement
Entertainment

‘কালাজাদু করে বেহুঁশ করে শারীরিক নির্যাতন চালাতো’, শত্রুঘ্ন সিনহার উপর বিস্ফোরক অভিযোগ পূজা শর্মার

Advertisement
Advertisements

Shatrughan Sinha-Puja Sharma বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হলেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। পাশাপাশি এখন তিনি আসানসোলের সাংসদও বটে। একের পর এক হিট ছবি দিয়ে তিনি মন জয় করে নিয়েছেন দর্শকদের। তবে, এবার এই অভিনেতার বিরুদ্ধেই মস্ত বড় তোপ দাগলেন অভিনেত্রী পূজা মিশ্র (Pooja Misra)। বলিউডের (Bollywood) বাইরের জগৎটা যতটাই ঝা চকচকে ভিতরের জগৎটা ততটাই অন্ধকারে ভরা। আর এই অন্ধকার জগতের এমন বহু ঘটনা আছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন।

‘কালাজাদু করে বেহুঁশ করে শারীরিক নির্যাতন চালাতো’, শত্রুঘ্ন সিনহার উপর বিস্ফোরক অভিযোগ পূজা শর্মার

Advertisements

কিন্তু সম্প্রতি এক ভিডিওর মাধ্যমে অভিনেত্রী পূজা মিশ্র (Pooja Misra) শত্রুঘ্ন সিনহার উপর বিস্ফোরক অভিযোগ আনেন। অভিনেত্রী দাবি করেন যে অভিনেতা ও তার স্ত্রী পুনম সিনহা (Punam Sinha) তাকে কালাজাদু করে বশ করেছিলেন। তাদের একটি সেক্স স্ক্যান্ডেল ছিল। যেখানে তাকে বহুবার ব্যবহার করা হয়েছে। পূজা আরও বলেন যে দিনের পর দিন নাকি তার উপর নৃশংস অত্যাচার চালানো হতো। এমনকি তাকে বেহুঁশ করে তার উপর শারীরিক নির্যাতন চালানো হতো বলেও অভিনেত্রী দাবি করেছেন।

Advertisements

‘কালাজাদু করে বেহুঁশ করে শারীরিক নির্যাতন চালাতো’, শত্রুঘ্ন সিনহার উপর বিস্ফোরক অভিযোগ পূজা শর্মার

আর এসব কারণে তার ৩৫ টির মতো ছবি হাতছাড়া হয়েছিল। বলিউডে (Bollywood) রাজত্ব করার স্বপ্ন থাকলেও শত্রুঘ্ন সিনহা ও তার পরিবার মিলে নাকি অভিনেত্রীর সমস্ত স্বপ্ন শেষ করে দিয়েছিল। তার জীবন ভেসেছিল চোখের জলে। এই প্রসঙ্গে অভিনেত্রী শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) মেয়ে সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) কথাও যোগ করেন তিনি। এছাড়া পূজা বলেন, তাঁর ভার্জিনিটি নষ্ট করেই নাকি সোনাক্ষী বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। অভিনেত্রী পূজা মিশ্রর (Pooja Misra) এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট মাধ্যম জুড়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।