Entertainment

Prosenjit-Puja: নিয়ম ভেঙে পূজার বাড়িতে যা করলেন প্রসেনজিৎ

Advertisement
Advertisements

ডায়েট ভুলে পূজার (Puja Banerjee) বাড়িতে পাতপেড়ে খেলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। তিনি হলেন টলিউডের (Tollywood) ইন্ডাস্ট্রি। বছরের পর বছর পেরিয়ে গেছে ঠিকই কিন্তু তার জনপ্রিয়তা বলুন বা গ্ল্যামার কোনোটাতেই এতটুকুও ভাঁটা পড়েনি। তিনি আজও যেন চির সবুজ। নিজেকে কিভাবে আজও মেইনটেইন করে রেখেছেন সেই প্রসঙ্গ উঠলেই আসে দই-শসার কথা। বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে ভাবনা তিনি নাকি শুধু দই-শসা খান। তবে, এবারে দেখা গেল একদম অন্যরকম চিত্র।

অভিনেতা পূজা ব্যানার্জির (Puja Banerjee) বাড়িতে কবজি ডুবিয়ে খেলেন অভিনেতা। বর্তমানে কলকাতা-মুম্বাই যাতায়াত প্রসেনজিতের কাছে একেবারে জলভাত হয়ে গিয়েছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ ‛জুবলি’। আর যা ব্যাপক প্রশংসিত হয়েছে সকলের কাছে। আর তারপর থেকেই বেশি করে যেন মুম্বই (Mumbai) নিবাসী হচ্ছেন বুম্বাদা। কিন্তু হঠাৎ করে পূজার বাড়িতে বুম্বাদাকে কিভাবে দেখা গেল তাই ভাবছেন নিশ্চই?

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

সেক্ষেত্রে বলে রাখি যে, রাজা চন্দ্রের একটি ছবিতে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন পূজা ও প্রসেনজিৎ (Puja-Prosenjit)। আর সেই কারণেই পূজার বাড়িতে দেখা গিয়েছে প্রসেনজিৎকে। বহুদিন পূজা বাংলায় কোনো কাজ করেননি। ফের আবার তাকে দেখা যাবে বড়পর্দায়। আর সেই আনন্দে নিজে হাতে রেঁধে বুম্বাদাকে খাওয়লেন অভিনেত্রী। এমনকি সকলে মিলে কাটালেন সুন্দর একটি সময়। যার থেকে কিছু ছবি পূজার নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন।

কোনো ছবিতে পূজা (Puja), কুনাল বর্মা (Kunal Bharma), প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ও মোনালিসাকে (Monalisa) একই ফ্রেমে দেখা যাচ্ছে। আবার কোনো ছবিতে তাদের ছাড়াও আরও দুজনকে দেখা যাচ্ছে। তারা সবাই মিলে মেতেছেন সেলফিতে। এখানেই শেষ নয়। কোনো ছবিতে আবার প্রসেনজিৎকে খাবার টেবিলের সামনে বসে থাকতে দেখা যাচ্ছে। তার সামনে রয়েছে একবাটি ভাত, মাছ, স্যালাড সহ আরও কিছু খাবার।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

ছবি শেয়ার করে পূজা (Puja Banerjee) ক্যাপশনে লিখেছেন যে, ‛আমার বাড়িতে তুমি এসেছ বলে খুব খুশি। তোমায় আপ্যায়ন করতে পেরে আমি খুব খুশি হয়েছি। আশা করছি এর পরের বার আরও অনেক কিছু রান্না করে তোমায় খাওয়াবো’। পূজা ও প্রসেনজিৎ (Puja-Prosenjit) ছাড়াও এই ছবিতে সিয়াম আহমেদ ও আয়ুশি তালুকদার নামের দুই বাংলাদেশি অভিনেতাকে দেখা যাবে।