×
Entertainment

হলুদ লেহেঙ্গা চোলিতে উন্মুক্ত নাভি অনাবৃত পিঠ, হট লুকে ভক্তদের বুকের ধুকপুকানি বাড়ালেন পূজা ব্যানার্জি

অভিনেত্রী পূজা ব্যানার্জী (Puja Banerjee) -র এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক জনপ্রিয়তা। ইনস্টাগ্রামে তার ২.২ মিলিয়ন ফলোয়ার্স আছে। প্রতিদিন অনুরাগীদের জন্য নিত্যনতুন ফটো ও ভিডিও নিয়ে আসেন। বাংলা সিনেমায় একসময় পর পর বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেন পূজা ব্যানার্জী। তারপরে পাকাপাকি ভাবেই বোম্বেতে চলে আসেন তিনি। বর্তমানে স্বামী ও একরত্তি ছেলেকে নিয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। তার মাঝেই আবারো ভাইরাল (Viral) হলো পূজার দুর্দান্ত ফটো।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

তাঁর পরনে দেখা গেল হলুদ রঙের লেহেঙ্গা ও চোলি। সম্পূর্ণ চোলি জুড়ে রয়েছে লাল ও সবুজ রঙের ফ্লোরাল প্রিন্ট ও মিরর ও চুমকির মিক্সড কাজ। যা দুর্দান্ত লাগছে চাক্ষুস করতে। চোলিটি ফুলস্লিভ তাই কনুইয়ের নিচে হাতের অংশ জুড়ে রয়েছে নীল ও লাল বর্ডার। হঠাৎ দেখলে মনে হবে প্রচুর চুড়ি পরেছেন পুজা। ডিপ নেক ব্লাউজে উঁকি দিচ্ছে তার ক্লিভেজ। যদিও নায়িকা হাত দিয়ে অজান্তেই ঢেকে দিয়েছেন তার ক্লিভেজ। তবে উষ্ণতা যেন হাতছানি দিয়েছে নায়িকার এহেন রূপে।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

লেহেঙ্গা পরেছেন নাভির নিচে যে কারণে টোনড ফিগার তার দেখা গেছে। মা হবার পরেও কিভাবে নিজেকে এতসুন্দর রেখেছেন তা জানতে হয়তো সবাই উৎসুক। এক লক্ষ চল্লিশ হাজারের বেশি লাইক এসেছে ফটোতে। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অধ্যা (Adhya)-র স্টুডিওতে এদিন লেহেঙ্গা-চোলির ট্রায়াল দিয়েচ্ছেন পুজা। আর সেখান থেকেই কিছু মুহুর্ত ফ্রেম বন্দী করে আপলোড করেছেন। কারণ ফটো দেখলে বোঝা যাবে তার নো-মেকআপ লুক ও ট্রায়াল রুপের দৃশ্য তার আগেই একটি ইনস্টাগ্রাম(Instagram) রিল শেয়ার করেছিলেন পূজা।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

নিজের বাড়িতে এবার বেশ ধুমধাম করে গণেশ পূজার আয়োজন করেছিলেন নায়িকা। সেখানেই তাকে এই হলুদ রঙের লেহেঙ্গা চোলিতে দেখা গেছে। অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) তার বোম্বের বাড়িতে গিয়েছিলেন। তার সাথেও ফটো আপলোড করেছেন পূজা। সম্প্রতি বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন পুজা। তবে বর্তমানে আর কি কি কাজ আছে তার কাছে সে বিষয়ে জানা যায়নি।