সন্তান জন্মের পরেও চাবুক ফিগার, হট লুকে দুর্দান্ত নাচ অভিনেত্রী পূজার, ভাইরাল ভিডিও
বাচ্চা হওয়ার পর মেয়েরা মোটা হয়ে যায়, স্ট্রেচ মার্ক দেখা দেয় ইত্যাদি ইত্যাদি আরো কত কি হয় তাই না। কিন্তু সিনেমা জগতের সুন্দরী অভিনেত্রীরা সবসময় যেন আমাদের অবাক করে এসেছেন। তাঁদের দেখে বোঝা দায় যে তাঁরা বাচ্চার মা। ঠিক এমনই ঝলক দেখা গেল।
লকডাউনের সময় গর্ভবতী হয়েছিলেন টলিউড-বলিউডের অনেক অভিনেত্রীই। তাঁদের অনেকেরই সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে আবার অনেকেরই হতে চলেছে। তাঁদের মধ্যে একজন হলেন পূজা বন্দ্যোপাধ্যায়। যিনি টলিউড এবং বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই বিশেষ জনপ্রিয়। কয়েকমাস আগেই তিনি এবং কুণাল একটি ফুটফুটে পুত্র সন্তানের মা বাবা হয়েছেন।
সন্তান গর্ভে থাকাকালীন আগত সন্তানের সাথে কাটানো নানান মুহূর্ত তাঁরা শেয়ার করেছিলেন তাঁদের ভক্তদের সাথে। সন্তান হওয়ার পর তার সাথেও অনেক ছবি তাঁরা তাঁদের সোশ্যাল হ্যান্ডেলে দিয়েছেন বটে তবে বাচ্চার মুখ জনসম্মুখে আনেননি। পূজা সবার কাছে আধুনিক মা হিসেবেও নজির গড়েছেন কারণ তিনি সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ভালোবাসা ও বিশ্বাসের উর্দ্ধে কিছু নেই। সামাজিক বিয়ে করার আগেই তিনি মা হয়েছেন যা নিয়ে উনি খুব খুশি যে তাঁর সন্তান বাবা মা বিয়েতে উপস্থিত থাকতে পারবে।
এই অভিনেত্রী কিন্তু আরো একটা ধারণা বদলে দিলেন। মা হওয়ার কয়েকদিনের মধ্যেই আবার সেই আগের হট পূজার অবতারে হাজির তিনি। বলতে পারেন আরো বেশি হট হয়ে গেছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেই ভিডিওতে দেখা যাচ্ছে শুধুমাত্র লাল ও কালো রঙের একটি বড় টি-শার্ট পরে হায় রামা ইয়ে কেয়া হুয়া গানে নাচতে। তার এক্সপ্রেশন যে কোনো পুরুষকে ঘায়েল করতে যথেষ্ট।