‘ভাদু লে লে’, ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে অঙ্কুশের সাথে উদ্দাম নাচ অভিনেত্রী পূজার, ভাইরাল ভিডিও

এবার ডান্স বাংলা ডান্স-র মঞ্চে হাজির হলেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)। শুধু কি তাই সাথে অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে দোলালেন কোমর। মুহূর্তে ভাইরাল ভিডিও। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো হল ‛ডান্স বাংলা ডান্স’। গত ১১ ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার ঠিক রাত সাড়ে নটায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। আর এই রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
এছাড়া বিচারকের আসনে দেখা যাচ্ছে তিন সুন্দরীকে। তারা হলেন মৌনী রায় (Mouni Roy), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। আর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আর অঙ্কুশ মানেই শোতে কমেডির কোনো খামতি থাকে না। প্রতিদিনই নতুন কোনো কোনো টপিক নিয়ে হাজির হয়।
স্টেজে মৌনীকে নিয়ে অঙ্কুশের খুনসুটির কথা কারোর কাছেই অজানা নয়। তবে, এবার এই মঞ্চে অতিথি হিসেবে হাজির হয়েছেন টলিউডের অন্যতম একজন অভিনেত্রী পূজা ব্যানার্জি। পূজা মুম্বাই নিবাসী হলেও কাজের সূত্রে মাঝে মধ্যেই তার দেখা মেলে কলকাতায়। ‛পাপ’ ওয়েবসিরিজে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসা পেয়েছে দর্শকমহলে। আর এবার তিনি হাজির হয়েছিলেন ডান্সের মঞ্চে।
আর সেখানে তাকে ‛ভাদু লে লে পয়সা দু আনা’ গানে কোমর দোলাতে দেখা গিয়েছে। কালো রঙের বড় পলক ডট দেওয়া শাড়িতে এদিন ধরা দিয়েছিলেন পূজা। আর এই গানে তার সঙ্গে নাচে সঙ্গ দিয়েছেন অভিনেতা তথা এই শোয়ের সঞ্চালক অঙ্কুশ হাজরা। ডিপ নেক ব্লাউজ ও কোমরের ঠুমকায় এদিন পূজা আরও একবার ঘায়েল করেছে তার পুরুষ ফ্যানেদের। জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল পূজার এই ভিডিও।