×
Entertainment

দুধ সাদা পোশাকে স্পষ্ট বক্ষভাঁজ, সুপার হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি

কয়েক মাস আগেই ছেলেকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)। হিন্দি টেলিভিশন (Television) জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। হিন্দির পাশাপাশি কয়েকটি বাংলা সিনেমাতেও কাজ করেছেন পূজা। দুটো জায়গাতেই সমান ভাবে জনপ্রিয়তা পেয়েছেন। তবে, তাঁর চেয়েও বেশি জনপ্রিয়তা পেয়েছেন তাঁর ও কুণালের রসায়ন। জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী সবসময়ই রয়েছেন খবরের শিরোনামে।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

সম্প্রতি ফের একবার নিজের হট লুকের ছবি পোস্ট করে উঠে এলেন পেজ থ্রির পাতায়। সম্প্রতি পূজা (Puja Banerjee) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন দুটি ছবি। ওয়েস্টার্ন সাদা রঙের ড্রেসে পূজা রীতিমতো হটবম্ব। পোশাকের মধ্যে থেকে সুস্পষ্ট বক্ষ বিভাজিকা। খোলা চুলে নিজের ভঙ্গিমায় পোজ দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে-‘অনেকদিন পর আবার আমার পুরোনো পোশাক রিপিট করলাম কিন্তু এটা আমাকে সেই নতুন অনুভূতিই দেয়’।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

ছবি শেয়ার করতেই মুহূর্তের মধ্যে কমেন্টে উপচে পড়েছে পূজার কমেন্ট সেকশনে। কেউ লিখেছেন যে-‘পৃথিবীর সবচেয়ে হটেস্ট অভিনেত্রী’। কেউ লিখেছেন ‘ফায়ার’। কেউ তো পূজার সৌন্দর্য্য মুগ্ধ করে একের পর এক লাভ ও আগুনের ইমোজি দিয়ে গেছেন। মা হওয়ার পরও অভিনেত্রীর এই ফিটনেস সত্যিই নজর কাড়ে সকলের। সম্প্রতি পূজার (Puja Banerjee) পোস্ট করা এই ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)