কালো অন্তর্বাসে বোল্ডনেসের সীমা ছাড়িয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি, ভিডিও দেখে ঘাম ছুটেছে ভক্তদের

‛ঘর দেখাচ্ছ নাকি ফিগার’! পূজাকে প্রশ্ন এক নেটিজেনের। বর্তমানে বাচ্চা থেকে বুড়ো সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) সঙ্গে একটু বেশিই যুক্ত। আর সেলিব্রেটিদের কথা তো আর নতুন করে বলার নেই। কাজের বাইরে তারা তাদের প্রাত্যহিক জীবনের যাবতীয় কিছু ছোট্ট ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে তাদের অনুরাগীদের সম্মুখে তুলে ধরেন। আর এবার অভিনেত্রী পূজা (Puja Banerjee) দিলেন গোয়ার ভিলার একটি ভিডিও। তার ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে তিনি প্রোমোশন করছেন ওই ভিলার।
View this post on Instagram
বাংলা টেলিভিশন (Television) তথা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি (Puja Bannerjee)। ছোট পর্দা বলুন বা বড় পর্দা এমনকি ওয়েব সিরিজেও তিনি চুটিয়ে কাজ করেছেন। আর প্রতিটি ক্ষেত্রেই তার অভিনয় দক্ষতা নজর কেড়েছে সকলের। টলিউডে (Tollywood) দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ ও মিঠুন পুত্র মহাক্ষয়ের বিপরীতে ‘রকি’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।
এছাড়াও হিন্দি ধারাবাহিক ‘দেবন কি দেব মহাদেব’ এ পার্বতী ও ‘পাপ’ (Paap) ওয়েব সিরিজে তার অভিনয় যথেষ্ঠ প্রশংসা পেয়েছে দর্শক মহলে। বর্তমানে পূজা এক সন্তানের মা। কিন্তু তারপরেও পূজার সৌন্দর্য্য দেখলে পাগল হতে হবে আপনাকেও। বলা চলে আগের চেয়ে এখনকার পূজার (Puja Banerjee) সৌন্দর্য্যে আরও দ্বিগুন। ভরা যৌবন ভরা মুখে পূজা এখন বাংলার রসগোল্লা। তার লাস্যময়ী ফিগার পুরুষদের রাতের ঘুম কাড়ছে নিমেষেই।
অভিনয়েই পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ পূজা (Puja Banerjee)। প্রায় প্রতিদিনই তিনি তার ভক্তদের জন্য কোনো না কোনো নতুন ছবি ও ভিডিও (Video) নিয়ে হাজির হন। আর যা দেখে মন জুড়ায় ভক্তদের। তবে, এবার আর কোনো ফটোশ্যুট নয় এবার গোয়ার একটি ভিলার প্রমোশনের ভিডিও দিলেন পূজা। আসলে কাজের ফাঁকে পূজা সময় পেলেই ঘুরে নেন।
View this post on Instagram
আর তার ঘোরা বলুন বা রিলাক্স করার অন্যতম একটি ডেস্টিনেশন হল গোয়া মাঝে মধ্যে সময় পেলে সেখানেই চলে যান অভিনেত্রী। সম্প্রতি কিছুদিন আগেও তিনি ঘুরে এসেছেন। আর সেখানে গিয়ে তিনি যে ভিলাতে ছিলেন তারই একটি ভিডিও (Video) পূজা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে। ওই ভিলাটির নাম ‛Viostays’। এদিন সেই ভিলারই আনাচ-কানাচ ঘুরে দেখালেন অভিনেত্রী। এমনকি কেউ যদি তার বন্ধু, পরিবার নিয়ে আসেন তাহলে যেন এই ভিলাতে একবার থাকেন সেই কথাও বলেছেন।
View this post on Instagram
এদিন কালো বিকিনি টপ ও প্যান্ট-এ ধরা দিয়েছিলেন অভিনেত্রী। চোখে সানগ্লাস। খোলা পেট ও ডিপ নেক বিকিনি টপে স্পষ্ট বক্ষ বিভাজিকা। ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛ঘর কেউ দেখছে না। সবার নজর আপনার উপর’। আবার কেউ লিখেছেন ‛ঘর দেখাচ্ছ নাকি তোমার ফিগার’। আবার কেউ হার্ট ও ফায়ারের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) পূজার (Puja Banerjee) এই ভিডিও (Video)।