Black Beauty, কালো পোশাকে বোল্ডনেসের সীমা ছাড়িয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি, দেখে কুপোকাত পুরুষ ভক্তরা

Puja Banerjee Photoshoot: কালো পোশাকে উষ্ণতার পারদ চড়ালেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)। সিল্ক থেকে মখমল, সার্টিন থেকে সিকোয়েন্স সব পোশাকেই ঝড় তোলেন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা। কথায় বলে কালো জগতের আলো। আবার কারোর কাছে কালো মানে অন্ধকার। তবে, ফ্যাশনের দুনিয়ায় কালো পোশাকেরই চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। আর এই কালো পোশাকেই বারেবারে ঝড় তোলেন সকলে।
View this post on Instagram
বাংলা টেলিভিশন (Television) তথা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি। ২০২০ সালে করোনা আবহেই সহ অভিনেতা কুণাল বর্মার সঙ্গে আইনি ভাবে বিয়ে সারেন অভিনেত্রী। এরপর তাদের কোল জুড়ে আসে তাদের সন্তান কৃশিব। এরপর ছেলে খানিকটা বড় হতেই ধুমধাম করে বৈদিক মতে ২০২১ সালে বিয়ে সারেন এই তারকা জুটি।
View this post on Instagram
ছোট পর্দা হোক বা বড় পর্দা দুই জায়গাতেই সমান ভাবে সাফল্য পেয়েছেন পূজা। টলিউডে দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ ও মিঠুন পুত্র মহাক্ষয়ের বিপরীতে ‘রকি’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। বর্তমানে তাকে সিনেমার পর্দায় দেখা দেখা না গেলেও নিত্যনতুন ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের।
View this post on Instagram
সম্প্রতি পূজা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি রিল ভিডিও। যেখানে তাকে কালো রঙের পোশাকে একেরপর এক পোজে ধরা দিতে দেখা যাচ্ছে। টেনে বাঁধা চুল। হালকা মেকআপ ও ন্যুড লিপস্টিকে পূজার এই লুক মুহূর্তেই ঝড় তুলেছে নেটমাধ্যমে। ভিডিও শেয়ার করে পূজা ক্যাপশনে লিখেছেন যে, ‛জাস্ট এনাদার স্যাটার ডে নাইট’। ইতিমধ্যেই ১২ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সম্প্রতি পূজার এই রিল ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।