Entertainment

Puja Banerjee: কালো মনোকিনিতে নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী পুজা ব্যানার্জি

পরণে বিকিনি! পুলের পাশে শুয়ে উষ্ণ অবতারে ধরা দিলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। বাংলা টেলিভিশন (Television) তথা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি (Puja Banerjee)। ২০২০ সালে করোনা আবহেই সহ অভিনেতা কুণাল বর্মার (Kunal Varma) সঙ্গে আইনি ভাবে বিয়ে সারেন অভিনেত্রী। এরপর তাদের কোল জুড়ে আসে তাদের সন্তান কৃশিব।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

ছেলে খানিকটা বড় হতেই ধুমধাম করে বৈদিক মতে ২০২১ সালে বিয়ে সারেন এই তারকা জুটি।গোয়ায় ধুমধাম করে তাদের বিয়ের আসর বসেছিল। ছেলেকে সঙ্গে নিয়েই নিয়ম নীতি মেনে বিয়ে করেন পূজা – কুণাল (Puja – Kunal)। ছোট পর্দা হোক বা বড় পর্দা দুই জায়গাতেই সমান ভাবে সাফল্য পেয়েছেন পূজা। টলিউডে (Tollywood) দেবের (Dev) বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ ও মিঠুন পুত্র মহাক্ষয়ের বিপরীতে ‘রকি’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

এছাড়াও হিন্দি ধারাবাহিক ‘দেবন কি দেব মহাদেব’ এ পার্বতী ও ‘পাপ’ ওয়েব সিরিজে তার অভিনয় যথেষ্ঠ প্রশংসা পেয়েছে দর্শক মহলে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ পূজা (Puja Banerjee)। মাঝে মধ্যেই ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন। তবে আগের পূজার সৌন্দর্য্যের চেয়ে এখনকার পূজার সৌন্দর্য্যে আরও দ্বিগুন।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

ভরা যৌবন ভরা মুখে পূজা এখন বাংলার রসগোল্লা। তার লাস্যময়ী ফিগার পুরুষদের রাতের ঘুম কাড়ছে নিমেষেই। সম্প্রতি পূজা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলেই শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তার লুক দেখে রীতিমতো কুপোকাত হয়েছেন ভক্তরা। পূজার পরণে রয়েছে নীল রঙের বিকিনি। ভেজা চুলে পুলের পাশে শুয়ে বডি ফ্ল্যান্ট করতে দেখা যাচ্ছে পূজাকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ট্রেন্ডিং হিন্দি গান।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

ভিডিও শেয়ার করে পূজা ক্যাপশনে লিখেছেন যে, ‛আলাগ হে তাউর হিন্দি সাদি’। এমনকি বহু মানুষ কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛হট’। আবার কেউ লিখেছেন ‛সৌন্দর্য্যের ব্র্যান্ড’। কেউ আগুন ও হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) পূজার (Puja Banerjee) এই ভিডিও।