×
Entertainment

Prosenjit Weds Rituparna: ‘বিয়ের তারিখ ঠিক করতে হবে তো?’ বুম্বাদার কথা শুনে হাঁ ঋতুপর্ণা

তিনি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। সকলের প্রিয় বুম্বাদা। এমনকি তাকেই সবাই ইন্ডাস্ট্রি মানেন। আর তিনি যে কখন কি করেন তা বোঝা দায় বৈকি। তেমনই সম্প্রতি ঋতু ঋতু করে হাঁকডাক শুরু করেছেন অভিনেতা। এরপর ঋতু আসতেই বলেন যে, বিয়ের তারিখ ঠিক করতে হবে! এই কথা শুনে তো অবাক ঋতুপর্ণা। ঋতুর বক্তব্য ছেলে বড় হয়ে গিয়েছে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের ডেট কি আজেবাজে বকছো?

Prosenjit Weds Rituparna: ‘বিয়ের তারিখ ঠিক করতে হবে তো?' বুম্বাদার কথা শুনে হাঁ ঋতুপর্ণা -

এরপরই বুম্বাদা বলেন আমাদের বিয়ের কথা বলছি থোড়াই…পিছন দিকের বন্ধ রুমের দরজা দেখিয়ে বলেন ওই যে ভিতরে। ব্যাস এখানেই আটকে গেল ভিডিও। কিন্তু হঠাৎ এসবের মানে কি? এসব কিছু জানতে গেলে ধৈর্য্য ধরতে হবে আরও কিছুদিন। জাতীয় সিনেমা দিবস উপলক্ষে এই ভিডিও শেয়ার করেছেন বুম্বাদা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛বিয়ের তারিখটা তো ঠিক করতে হবে নাকি? কি আপনারাও জানতে চান তো?’

Prosenjit Weds Rituparna: ‘বিয়ের তারিখ ঠিক করতে হবে তো?' বুম্বাদার কথা শুনে হাঁ ঋতুপর্ণা -

আর এই কথা শুনে দর্শকেরা উন্মাদনা আরও খানিকটা বেড়ে গেল বৈকি। মনে আছে চলতি বছরের ভ্যালেন্টাইনস ডে র দিন প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের আমন্ত্রণ পত্র প্রকাশ্যে এসেছিল। কিন্তু বিষয়টি কি তাই ভাবছেন নিশ্চই? আসলে পরিচালক সম্রাট শর্মার আগামী ছবির নাম ‛প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। ছবি নিবেদন করবেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা (Prosenjit-Rituparna)। ক্যামিও চরিত্রে অভিনয় করবেন দুজনেই। যদিও এই বিষয়ে এখনও পুরোপুরি কিছুই জানা যায়নি।

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটিকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। প্রায় ৫০ টি ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। এরপর দীর্ঘদিনের বিরতির পর ‛প্রাক্তন’, ‛দৃষ্টিকোণ’ ছবিতেও তাদের দেখা গিয়েছে। আপাতত তাদের আগামী ছবির অপেক্ষায় সকলেই।