×
Entertainment

প্রসেনজিৎ, দেব নাকি জিৎ, টলিউডের কোন সুপারস্টার সবথেকে ধনী? জানলে চমকে উঠবেন

দেব, জিৎ নাকি প্রসেনজিৎ, কে টলিউডের ধনী সুপারস্টার

টলিউড ইন্ডাস্ট্রির কথা উঠলেই প্রথমে যাদের কথা উঠে আসে তারা হলেন দেব, জিৎ ও প্রসেনজিৎ। তাদের নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। রিল ও রিয়েল দুই নিয়েই তারা থাকেন সংবাদের শিরোনামে। ভক্তদের পছন্দের এই অভিনেতাদের বাড়ি কটি বা গাড়ি কটি অথবা কে কত টাকার মালিক সব নিয়েই দর্শকদের মনে রয়েছে তুমুল কৌতূহল। তবে সেই কৌতূহলের অবসান ঘটাতেই আজকের এই প্রতিবেদনটি। চলুন তবে দেখে নেওয়া যাক কার সম্পত্তির পরিমান কত।

১.প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee): 

বেশিরভাগ দর্শকদের কাছে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। বছরের পর বছর ধরে সমানতালে কাজ করে চলেছেন তিনি। তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি। সম্পত্তির দিক থেকেও তিনি এগিয়ে রয়েছেন বাকি সবার চেয়ে। প্রসেনজিতের মোট সম্পত্তির পরিমান ৩০ মিলিয়ন ডলার।

২.দেব (Dev)

উত্তম কুমারের পর যাকে মহানায়ক হিসেবে ধরা হয় তিনি হলেন দেব। সম্প্রতি বঙ্গভূষণ উপাধিতেও ভূষিত হয়েছেন। রচনার বিপরীতে অগ্নিশপথ সিনেমা দিয়ে বড়পর্দায় পা রেখেছিলেন। এরপর ধীরে ধীরে জায়গা করে নেন দর্শকদের মনে। অভিনেতার পাশাপাশি তিনি একজন সাংসদও বটে। দেবের সম্পত্তির পরিমান ২ মিলিয়ন ডলার থেকে ৫ মিলিয়ন ডলার।

৩.জিৎ (Jeet)

একজন অবাঙালি হয়েও বাংলা ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেতা জিৎ। সাথী সিনেমা দিয়ে প্রথম পা রেখেছিলেন সিনেমার পর্দায়। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। জিতের সম্পত্তির পরিমান ১ মিলিয়ন ডলার থেকে ৫ মিলিয়ন ডলার।