×
Entertainment

‘অমর সঙ্গী’র ৩৫ বছর, পুরনো স্মৃতি শেয়ার করে আবেগে ভাসলেন ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

‛অমর সঙ্গী’ র (Amar Sangi) স্মৃতিচারণায় বুম্বা দা। বাংলা চলচ্চিত্র জগতের সর্বকালের সেরা অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। তিনি শুধু বাংলা চলচ্চিত্রের হিরোই নন তিনি হলেন টলিউডের ইন্ডাস্ট্রি। বাংলা সিনেমা জগতে তার অবদান অপরিসীম। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি কাজ করে চলেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। আজও সমান ভাবেই রয়েছে তার জনপ্রিয়তা। তার সব সিনেমাই সুপার ডুপার হিট। কিন্তু তার মধ্যে যে সিনেমা দিয়ে তিনি অধিক বেশি মানুষের কাছে পৌঁছেছেন সেটা হল ‛অমর সঙ্গী’।

‘অমর সঙ্গী'র ৩৫ বছর, পুরনো স্মৃতি শেয়ার করে আবেগে ভাসলেন ‘বুম্বাদা' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় -

আর সেই ছবি পূর্ণ করছে ৩৫ বছর। এই সিনেমাটি যেমন হিট হয়েছিল তেমনই সিনেমার ‛চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই’ (Chirodini Tumi Je Amar Juge Juge Ami Tomare) গানটিও সুপার ডুপার হিট হয়েছিল। গানটির জনপ্রিয়তা আজও বহমান। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ছবি ‛অমর সঙ্গী’ সিনেমার লিড রোলে ছিলেন প্রসেনজিৎ ও বিজয়েতা পন্ডিত (Vijayta Pandit)। এছাড়াও পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল সৌমিত্র ব্যানার্জি (Soumitra Bannerjee), শকুন্তলা বড়ুয়া (Shakuntala Barua), শুভেন্দু চ্যাটার্জি (Shubhendu Chatterjee), রুমা গুহঠাকুরতা (Ruma Guha Thakurta), রবি ঘোষ (Rabi Ghosh) সহ আরও অনেককে।

‘অমর সঙ্গী'র ৩৫ বছর, পুরনো স্মৃতি শেয়ার করে আবেগে ভাসলেন ‘বুম্বাদা' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় -

বড়লোক বাড়ির ছেলে সাগর মন দিয়ে বসে তাদের বাড়িরই কাজের মাসি র মেয়ে ঝিলিককে। আর সেই সম্পর্ক মেনে নিতে একেবারেই নারাজ সাগরের বাবা। শেষমেশ দুটো ভালোবাসার মানুষ কিভাবে শত বাধা পেরিয়ে এক হল তার গল্পই এই সিনেমার মধ্যে ফুটে উঠেছে। সুজিত গুহ পরিচালিত এই ছবিতে গান গেয়েছেন বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri), কিশোর কুমার (Kishore Kumar)। এই সিনেমা হিট হওয়ার পরই রাতারাতি প্রসেনজিতের কেরিয়ার উপরের দিকে উঠতে থাকে। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

আজও তার খ্যাতি বহমান। সম্প্রতি অভিনেতা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ভিডিও (Video) পোস্ট করেছেন। আর সেখানেই তিনি ‛অমর সঙ্গী’ র ৩৫ বছর পূর্ণ হওয়ার কথা জানিয়েছেন। এমনকি দর্শকদের ধন্যবান ও ভালোবাসা জানিয়েছেন এই ছবিটিকে ভালোবাসার জন্য এমনকি তাকে এত বছর ধরে ভালোবাসা দেওয়ার জন্য। আগামী দিনেও একই ভাবে ভালোবাসার আবদার জানিয়েছেন অভিনেতা।