×
EntertainmentVideoViral Video

‘আমার কেরিয়ারের সবথেকে ছোট হিরোইন’, ক্ষুদে কন্যার সঙ্গে রোমান্টিক নাচ ‘বুম্বাদা’ প্রসেনজিতের, ভাইরাল ভিডিও

এবার প্রসেনজিৎ চ্যাটার্জীর (Prosenjit Chatterjee) হিরোইন তাহলে এক ক্ষুদে কন্যা। কোনো সাবলীন হিরোইন নয় বরং এক ক্ষুদে কন্যার সাথেই বুম্বাদাকে দেখা যাবে নাচতে। না না কোনো নতুন সিনেমা নয়। বরং প্রসেনজিৎ চ্যাটার্জীর নতুন সিনেমা ‘কাছের মানুষ’ রিলিজ করছে আগামী ৩০ সে সেপ্টেম্বর। সেই কারণেই স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র ৩’ এর মঞ্চে উপস্থিত হবেন বুম্বাদা। আগামী ২৪ ও ২৫শে সেপ্টেম্বর এই স্পেশাল এপিসোডটি আপনারা দেখতে পাবেন।

‘আমার কেরিয়ারের সবথেকে ছোট হিরোইন’, ক্ষুদে কন্যার সঙ্গে রোমান্টিক নাচ ‘বুম্বাদা' প্রসেনজিতের, ভাইরাল ভিডিও -

তবে প্রসেনজিৎ এসেই যে তার নতুন হিরোইন খুঁজে নিয়েছেন সেখানে তা কেউ ভাবতে পারেনি। মাতৃশক্তির বন্দনা নিয়ে স্পেশাল এপিসোড হবে পুজোর আগেই। আর সেখানেই রিয়ালিটি শো-এর অন্যতম চর্চিত প্রতিযোগিনী কথাকলির সঙ্গে একই মঞ্চে ‘চিরদিনই তুমি যে আমার’ গানে নাচ করলেন প্রসেনজিৎ। দুর্দান্ত এই নাচ থেকে যেন চোখে ফেরানো দায়। নিজের ছেলের থেকেও ছোট কথাকথির সঙ্গে হাঁটু গেড়ে বসেই রোম্যান্টিক ডান্স করতে হল অভিনেতাকে।

‘আমার কেরিয়ারের সবথেকে ছোট হিরোইন’, ক্ষুদে কন্যার সঙ্গে রোমান্টিক নাচ ‘বুম্বাদা' প্রসেনজিতের, ভাইরাল ভিডিও -

নাচ শেষে বলেন -‘আমার কেরিয়ারের সবচেয়ে ছোট হিরোইন’। বুম্বাদা ও দেব (Dev) -কে দেখা গেল ঢাক বাজাতে। সাথেই মনামী ঘোষ (Monami Ghosh) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) করলেন জমিয়ে নাচ। সব মিলিয়ে যেন এই এপিসোডে শুধুমাত্রই বাঙালিয়ানায় ভরপুর থাকবে। সাদা ধুতি-পাঞ্জাবিতে প্রসেনজিৎ চ্যাটার্জী সম্পূর্ণ বাঙালি বাবু। আগামী ৩০ সে সেপ্টেম্বর প্রসেনজিৎ চ্যাটার্জী পা দেবেন সিনিয়র সিটিজেনের কোটায়।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সেই দিনই মুক্তি পাবে পরিচালক পথিকৃৎ বসু-র ছবি ‘কাছের মানুষ’। মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ ও দেব। জুলফিকার (২০১৬) ও ককপিট (২০১৭) সিনেমায় একসাথে ছিলেন দেব ও প্রসেনজিৎ। আবারো বছর পাঁচেক পরে তারা একসাথে ফিরছেন পর্দায়। এই ছবিতে থাকবেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)। জীবনবিমা কোম্পানির এজেন্ট সুদর্শন (প্রসেনজিৎ) ও কুন্তল (দেব) এদের দুজনকে ঘিরেই তৈরী হয়েছে এই নতুন গল্প।