EntertainmentViral Video

হাঁটুর বয়সী সুন্দরী নায়িকা পূজার সঙ্গে রোমান্স ‘বুম্বাদা’ প্রসেনজিতের, দেখে মুগ্ধ নেটিজেনরা

Advertisement

আইকনিক সিনেমা ‛চাঁদনী’-র টাইটেল ট্র্যাকে কোমর দোলালেন প্রসেনজিৎ-পূজা (Prosenjit-Puja)। প্রসেনজিৎকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। বয়স তার ষাটের উর্ধে। কিন্তু তারপরেও নিজের ফিটনেস ও গ্ল্যামার দিয়ে হাঁটুর বয়সী নায়কদের বলে বলে গোল দেয়। আর এবার হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে রোমান্সে মাতলেন বুম্বাদা। দুজনের কেমিস্ট্রি দেখলে বোঝাদায় যে কে কোন সময়কার।

হাঁটুর বয়সী সুন্দরী নায়িকা পূজার সঙ্গে রোমান্স ‘বুম্বাদা' প্রসেনজিতের, দেখে মুগ্ধ নেটিজেনরা

বাংলা চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি। বর্তমানে পূজা মুম্বাই নিবাসী। কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তার বেশ ভালোই ভাব। আর তাইতো মাঝেমধ্যেই তার দেখা মেলে কলকাতায়। বর্তমানে তাকে বাংলার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‛ডান্স বাংলা ডান্স’-র (Dance Bangla Dance) মঞ্চে অতিথি বিচারকের আসনে দেখা যাচ্ছে। বর্তমানে মৌনীর জায়গায় পূজাকে দেখা যাচ্ছে।

হাঁটুর বয়সী সুন্দরী নায়িকা পূজার সঙ্গে রোমান্স ‘বুম্বাদা' প্রসেনজিতের, দেখে মুগ্ধ নেটিজেনরা

তবে, এবার পূজার সঙ্গে বুম্বাদাকে দেখা গেল রোম্যান্টিক গানে নাচতে। আইকনিক সিনেমা ‛চাঁদনী’-র টাইটেল ট্র্যাকে ঠুমকা লাগালেন দুজনেই। এদিন হলুদ রঙের শাড়িতে তাক লাগিয়েছিলেন পূজা। আর ওদিকে প্রসেনজিতের পরণে রয়েছে সাদা রঙের সোয়েট শার্ট। ভিডিও শেয়ার করে পূজা ক্যাপশনে লিখেছেন যে, ‛স্বপ্নপূরণ… ধন্যবাদ প্রসেনজিৎ এতটা ধৈর্য্য রাখার জন্য, আর দয়ালু হওয়ার জন্য’।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛সেক্সী লাগছে বুম্বাদাকে’। আবার কেউ লিখেছেন ‛সুইজারল্যান্ডের অভাব’। এমনকি পূজার স্বামী কুনাল হার্টের ইমোজি দিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই নাচের ভিডিও। আগামীদিনে পূজা ও প্রসেনজিৎকে একসঙ্গে রাজা চন্দের ছবিতে দেখা যাবে।