পূজোর আগে রোমান্টিক ফটোশুটে মাতলেন প্রসেনজিৎ-রচনা, প্রিয় জুটিকে একসঙ্গে দেখে বেজায় খুশি ভক্তরা

ফের একসঙ্গে ক্যামেরাবন্দী হলেন টলিপাড়ার জনপ্রিয় দুই মুখ প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee) ও রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। একসময় দুজনে বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন। এরপর ব্যাক্তিগত কারণে নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন রচনা। আপাতত জনপ্রিয় গেম শো ‛দিদি নাম্বার ওয়ান’ র (Didi No.1) দৌলতে তার জনপ্রিয়তা তুঙ্গে। আর তারই মাঝেই ফিরে এলে বহু বছরের পুরনো জুটি। বরাবরই দর্শকেরা তাদের একসঙ্গে দেখার চাহিদা রেখে এসেছেন। আর এবার দর্শকদের সেই ইচ্ছেই পূর্ন হল।
জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রুদ্র সাহার (Rudra Saha) ফটোশ্যুটে একসঙ্গে ধরা দিলেন টলিপাড়ার এই মিষ্টি জুটি। এদিন রচনা ধরা দিয়েছিলেন আকাশী ও লাল কম্বিনেশনের শাড়িতে। কপালে লাল টিপ, খোঁপা করে গোজা লাল ফুল, হাতে চুড়ি, গলায় হালকা গয়না। আবারও যেন বছর ২৫- র যুবতী হয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর ওদিকে গলা জোড়া স্টইলিশ ব্লেজারে ধরা দিয়েছেন সকলের প্রিয় বুম্বাদা। তাকে দেখে মনে হচ্ছে তার বয়সও যেন ত্রিশের কোঠায়।
View this post on Instagram
বহুদিন পর আবারও তারা রোম্যান্টিক পোজে ধরা দিয়েছেন। কিন্তু একবারও তাদের দেখে মনে হয়নি যে তারা বহুদিন একসঙ্গে কাজ করেননি। তাদের এই ফটোশ্যুটই আরও একবার প্রমান করলো তাদের মধ্যে বন্ডিংটা এখনও কতটা মজবুত। এমনকি তারা নিজেরাও জানিয়েছেন যে, দীর্ঘদিন কেটে গেলেও তাদের মধ্যে এখনও আগের মতোই বন্ধুত্ব রয়েছে। বহুদিন পর একসঙ্গে কাজ করতে পেরে তারাও বেশ খুশি।
পাশাপাশি প্রসেনজিৎ ও রচনা ভক্তরাও বহুদিন পর এই জুটিকে একসঙ্গে পেয়ে বেশ আনন্দিত। একটা সময় ৩০-৩৫ টা ছবিতে নায়ক-নায়িকার চরিত্রে কাজ করেছেন টলিপাড়ার এই জনপ্রিয় জুটি।