EntertainmentViral Video

সুপারস্টার বাবার সুপারস্টার ছেলে! ফাদারস ডে-র দিন পোস্ট অভিনেতার, দেখুন তো চিনতে পারেন কি না

বাবার ছত্রছায়া থেকে নিজের বাবা হয়ে ওঠার অভিজ্ঞতা! ‛ফাদার্স ডে’ তে বাবা ও ছেলের সঙ্গে ছবি শেয়ার করে নিলেন অভিনেতা। কিন্তু এই অভিনেতা কে আর তার বাবাই বা কে চিনতে পারছেন কি? ১৯৬৮ সালে ‛ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমায় বাবা-ছেলেকে একসঙ্গে পেয়েছিলেন ভক্তরা। বুঝে গেছেন নিশ্চই তারা কারা? তারা হলেন বিশ্বজিৎ চ্যাটার্জি (Biswajit Chatterjee) ও প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। বর্তমানে প্রসেনজিৎ টলিউডের ইন্ডাস্ট্রি।

প্রত্যেকটি মানুষের জীবনে বাবার অবদান অপরিসীম। বাবার ছত্রছায়া থেকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া সবটাই এক লম্বা জার্নি। ব্যস্ত অভিনেতা বাবা মুম্বাইতে নতুন সংসার পাতলে মূলত মায়ের কাছেই বড় হয়ে উঠেছেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। তাই বলে কিন্তু বাবার প্রতি ভালোবাসা একেবারেই কমেনি। বরং ফাদার্স ডে তে ছেলে ও বাবার একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ার মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেতা।

ছবি শেয়ার করে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) লিখেছেন যে, ‛অনুপ্রেরণা হিসেবে বাবাকে দেখে বড় হওয়া থেকে নিজে বাবা হওয়া। এই পথ চলাটা নিঃসন্দেহে মনে রাখার মতো’। তবে, তৃষানজিৎ ছাড়াও প্রসেনজিতের একটি মেয়ে আছে। যারা নাম প্রেরণা। অভিনেতার আগের পক্ষের স্ত্রীর মেয়ে তিনি। শোনা যাচ্ছে যে, ঠাকুরদা ও বাবার মতোই খুব শীঘ্রই নাকি তৃষানজিৎ (Trishanjit Chatterjee) ওরফে মিশুকও টলিউডে পা রাখতে চলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

মিশুকের এই বাংলা ইন্ডাস্ট্রিতে পা দেওয়া প্রসঙ্গে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) বলেছেন যে, তার ছেলেকে সবরকম ভাবে তিনি সাহায্য করবেন। কিন্তু কোনো টাকা দিয়ে ছেলেকে লঞ্চ করবেন না বলে অভিনেতা সরাসরি জানিয়ে দিয়েছেন। ফাদার্স ডে উপলক্ষে অভিনেতার এই পোস্টই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।