×
Entertainment

দেবশ্রীর সঙ্গে ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন, দেড় বছর বাড়ি থেকে বেরোইনি! প্রথম বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ

‛দেড় বছর বাড়ি থেকে বেরোইনি’! দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। বর্তমানে আসন্ন ছবি ‛কাছের মানুষ'(Kacher Manush)-এর প্রমোশন নিয়ে বেজায় ব্যস্ত অভিনেতা। অভিনব ভাবে চলছে ছবির প্রচার। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা। সিনেমার প্রচারের জন্য স্ট্যান্ড আপ কমেডি করলেন অভিনেতা। আর সেখানেই নিজের অতীত নিয়ে মুখ খুললেন টলিউডের ইন্ডাস্ট্রি।

দেবশ্রীর সঙ্গে ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন, দেড় বছর বাড়ি থেকে বেরোইনি! প্রথম বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ -

এই ছবির প্রচারের মাধ্যমে উঠে এলো প্রসেনজিতের  অতীতের ভেঙে যাওয়া সম্পর্কের প্রসঙ্গ। বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির দুই নক্ষত্র হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee) ও দেবশ্রী রায় (Debashree Roy)। তাদের নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। এমনকি তাদের মধ্যেকার সম্পর্কের কথাও কারোর অজানা নয়। তবে, সেসব এখন অতীত। বহুবছর পেরিয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও বারংবার উঠে আসে তাদের বিচ্ছেদের কথা। কেন ঠিক কি কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল তা জানতে আজও বেশ আগ্রহী নেটিজেনরা।

দেবশ্রীর সঙ্গে ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন, দেড় বছর বাড়ি থেকে বেরোইনি! প্রথম বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ -

বন্ধুত্ব দিয়েই একে অপরের মধ্যে সম্পর্কের সূত্রপাত। এরপর তারা সহকর্মী হন। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অবশেষে ১৯৯২ সালে দেবশ্রী ও প্রসেনজিৎ সাতপাকে বাঁধা পড়েন। যদিও তাদের এই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বছর তিনেকের মধ্যেই ভেঙে যায় সাজানো সংসার। আলাদা হয় দুজন। কিন্তু ঠিক কি কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে নানান কারণ শোনা গিয়েছে।

দেবশ্রীর সঙ্গে ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন, দেড় বছর বাড়ি থেকে বেরোইনি! প্রথম বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ -

তবে, এবার বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেতা বললেন যে, তিনটে বিয়ের মধ্যে যেটা প্রথম অর্থাৎ ছোটবেলার সম্পর্ক সেটা যখন ভেঙে যায় আমি তখন দেড় বছর বাড়ি থেকে বেরোইনি। এমনকি ফ্ল্যাটের দরজা খুলিনি। কিন্তু একটা সময় পর বেরিয়েছি। ভেবেছি নিজেকে বন্দি করে কি লাভ? আমাকে তো বেরোতেই হবে। সেই সময় তার বন্ধু অভিজিৎ তার পাশে ছিল বলে জানিয়েছেন অভিনেতা। এমনকি যেদিন প্রথম সেটে আসেন তার তিনদিনের মধ্যে পরপর নয়টি ছবির কাজ পান বলেও জানান।