আমি যদি ইন্ডাস্ট্রি হই, সুপারস্টার দেব কি শ্রমিক নাকি! ছবির প্রচারে জন্য প্রকাশ্যে যা বললেন অভিনেতা

আগামী ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও প্রসেনজিৎ (Dev-Prosenjit) অভিনীত ছবি ‛কাছের মানুষ’ (Kacher Manush)। আর এই সিনেমা নিয়ে আশাবাদী দুজনেই। কেননা তাদের মতে এই সিনেমাটির গল্প অত্যন্ত মৌলিক। আর তাই এই সিনেমার জন্য প্রচারও একটু ভিন্ন। আর এবার সেই সিনেমার প্রচারের জন্যই স্ট্যান্ড আপ কমেডি করতে দেখা গেল টলিউডের এই জনপ্রিয় দুই অভিনেতাকে।
একেবারে অভিনব কায়দায় চলছে এই ছবির প্রচার। আর তাতে কোনো রকমের ত্রুটি রাখতে চাইছেন না অভিনেতারা। দেব ও তার প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে আসতে চলেছে এই ছবিটি। এছাড়া ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ‛কাছের মানুষ’ ছবিটির হাত ধরে ফিরে আসতে চলেছে একটি পরিবারের গল্প। জীবন কাহিনী ছবির সেই সংলাপ ‛তোমায় মৃত্যু মানেই তো আমার জীবন’।
আর এই ছবির প্রচার প্রসঙ্গেই উঠে এসেছে দুই অভিনেতার অতীত জীবনের কাহিনী। এদিন স্ট্যান্ড আপ কমেডির মঞ্চে দাঁড়িয়েই প্রসেনজিৎ বলেছেন যে, অনেকেই আমায় ইন্ডাস্ট্রি বলে মনে করেন। কিন্তু সেক্ষেত্রে অভিনেতা দেব শ্রমিক কিনা সেই নিয়েও প্রশ্ন তোলেন প্রসেনজিৎ। অভিনেতার কথায় স্পষ্ট তিনি ‘ইন্ডাস্ট্রি’ তকমা নিয়ে কতটা বিরক্ত। এমনকি দেব তাকে ফোন করে কি বলেছিলেন ও ছোটবেলায় লোডশেডিং হয়ে গেলে বাইরের টিউবওয়েল থেকে কিভাবে জল আনতেন এদিন সব কিছুই তুলে ধরেন স্ট্যাড আপ কমেডির মধ্যে দিয়ে।
শুধু তাই নয় এদিন ঋতুপর্ণা (Rituparna) ও রচনাকে (Rachana) নিয়েও কথা বলতে দেখা যায় প্রসেনজিতকে। আর তার এই স্ট্যান্ড আপ কমেডি চুটিয়ে উপভোগ করেন দর্শকাশনে বসে থাকা টলিপাড়ারই আরও সব জনপ্রিয় ব্যক্তিত্বরা। সম্প্রতি সেই ভিডিওই ভাইরাল (Viral) নেট মাধ্যমে।