Prosenjit Chatterjee: প্রিয় বন্ধু অভিষেকের মৃত্যুর পর কেন দেখতে যাননি প্রসেনজিৎ! মুখ খুললেন অভিনেতা

বহুদিন হল আমরা হারিয়েছি অভিনেতা অভিষেক চ্যাটার্জিকে (Abhishek Chatterjee)। অকালে তার চলে যাওয়া কেউই মেনে নিতে পারেননি। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিল গোটা টলিউড। বলতে গেলে গোটা ইন্ডাস্ট্রি হাজির হয়েছিল তার শেষ যাত্রায়। কিন্তু হাজির হননি টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। আর সেই নিয়ে কম কানাঘুষো হয়নি। এমনকি উঠেছিল নেপোটিজমের কথা। তবে, এবার সব নিয়ে খোলাখুলি মুখ খুললেন বুম্বাদা।
প্রসেনজিৎ ও অভিষেক দুজনেই ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই অভিনেতা। নব্বইয়ের দশকে তারা একেরপর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এমনকি দুজনকেও একসঙ্গে অনেক ছবিতেই দেখা গিয়েছিল। পাশাপাশি বাস্তবেও তারা একে অপরের ভালো বন্ধু ছিলেন। কিন্তু একটা সময় তাদের বন্ধুত্বে ছেদ পড়ে। আর তারপর অভিষেকের মৃত্যুতে অভিনেতার উপস্থিত না থাকা আরও খানিকটা সেই আগুনে ঘি দেয়।
কিন্তু কেন প্রসেনজিৎ উপস্থিত হয়নি সেই নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিলেন অভিনেতা নিজেই। প্রসেনজিৎ বলেছেন যে, তারা খুব ভালো বন্ধু ছিলেন। এমনাকি দুজনে মিলে ৪৮ টা ছবি করেছেন। দুজনের বন্ধুত্ব অটুট বলেই দাবি প্রসেনজিৎয়ের। কেরিয়ার ও এগিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি বলেই মত। তার কথায় তাকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা একেবারেই ভিত্তিহীন।
বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কি বলব, কি লিখব… at a loss for words.
তোর বিকল্প হবে না কোনোদিন।
ভালো থাকিস রে বন্ধু। pic.twitter.com/ys1DdG4sQC
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) March 24, 2022
অভিষেকের মৃত্যুতে তার বাড়ি না যাওয়া প্রসঙ্গে প্রসেনজিৎ বলেছেন যে, বন্ধুর মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। আর সেই কারণেই তিনি যাননি। এমনকি অভিষেকের মৃত্যুর পর অভিনেতা টুইটারে পোস্ট করে লিখেছিলেন যে, ‛বিশ্বাস হচ্ছে না অভিষেক আর নেই। কি বলবো কি লিখবো….ভাষা হারিয়েছি। তোর বিকল্প হবেনা কোনোদিন। ভালো থাকিস রে বন্ধু’। সম্প্রতি অভিনেতার দেওয়া এই সাক্ষাৎকারের কথা প্রকাশ্যে এসেছে।