×
Entertainment

নেটদুনিয়ায় ফাঁস শঙ্খ-মোহরের ঘনিষ্ঠ মূহুর্তের ছবি! দেখে ‘হাঁ’ ভক্তরা

নেটদুনিয়ায় ফাঁস শঙ্খ-মোহরের অন্তরঙ্গ মুহূর্তের ছবি। আর তাও আবার শেয়ার করলেন প্রযোজক রানা সরকার। মোহর-শঙ্খ জুটিকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তাদের ফ্যান-ফলোয়িং সংখ্যা অগুনতি। স্টার জলসার পর্দায় ‛মোহর’ ধারাবাহিক থেকেই দুজনের যৌথ একটি ফ্যানবেস তৈরি হয়েছে। যদিও সিরিয়াল শেষ হয়েছে অনেকদিন হলো। তবুও দর্শকদের পছন্দের মোহর-শঙ্খ জুটি তাদের মনেই রয়ে গিয়েছে।

কিন্তু হঠাৎ এমন একটি ছবি কোথা থেকে এলো? আর এর মানেই বা কি তাই ভাবছেন নিশ্চই? চলুন তবে খোলসা করে বলা যাক পুরো বিষয়টি। আসলে ছবিটি ‛মোহর’ ধারাবাহিকের শ্যুটিংয়ের। তখনই ঘনিষ্ঠভাবে ছবি তুলেছিলেন তারা। তবে সেই ছবি এখন পোস্ট করলেন কেন প্রযোজক মশাই সেই নিয়েই উঠছে নানান প্রশ্ন। এমনকি সঙ্গে ক্যাপশন দিয়ে লিখেছেন যে, ‛একটা পুরোনো ছবি…#Sonatik দের জন্য #Behaya আসছে জানুয়ারি, 2023-এ Sona Mini Saha Pratik Sen’।

তাহলে কি আবারও কোনো সিরিয়ালে দেখা যাবে এই জুটিকে? কিন্তু দুজনকেই তো আপাতত অন্য সিরিয়ালে দেখা যাচ্ছে। তাহলে কেসটা কি? আসলে এবার ছোট পর্দায় নয় বড়পর্দায় পা রাখতে চলেছেন দুজনে। প্রযোজক রানা সরকার ও মৈনাক ভৌমিকের যৌথ প্রযোজনায় বড় পর্দায় আসতে চলেছে ‛বেহায়া’ ছবি। আর সেখানেই জুটি বাঁধতে চলেছেন এই জুটি। আর সেই খবর জানাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রযোজক মশাই।