মেয়ে মালতীকে বুকে জড়িয়ে বিছানায় শুয়ে আছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা, ভাইরাল মিষ্টি মুহূর্তের ছবি

অলস রবিবারের সকালকে আরও একটু চমকে দিলেন দেশি গার্ল প্রিয়াংকা চোপড়া (Priyanka Chopra)। কাজের পরে দিনের বাকি সময় এখন মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের সাথেই কাটাতে পছন্দ করেন অভিনেত্রী। কয়েকদিন আগেই জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা ও মেয়ে মালতি। বর্তমানে কিন্তু প্রিয়াঙ্কা তার মেয়েকে নিয়ে আর কোনো রাখঢাক করছেন না। সেই কারণে আবারো মেয়ের সাথে ফটো দিয়ে কার্যত নেটমহলের সব লাইম লাইট কেড়ে নিলেন তিনি।
View this post on Instagram
প্রথম ছবিতে দেখা গিয়েছে একরত্তি মালতীকে কোলে আগলে আছেন প্রিয়াঙ্কা। সাদা টপের উপর বাদামী রঙের জ্যাকেট, চোখে রোদচশমা পরেছেন নায়িকা। অন্যদিকে গোলাপি রঙের সোয়েটার এবং প্যান্ট পরেছে মালতী। শুধু তাই নয় মাথায় সুন্দর ও কিউট হেয়ারব্যান্ডও পরেছে সে। দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে কালো ফ্লোরাল প্রিন্ট পোশাক পরে প্রিয়াঙ্কা বিছানায় শুয়ে আছেন। আর মেয়ে মালতীকে সম্পূর্ণ বুকে আগলে রেখেছেন দেশি গার্ল।
View this post on Instagram
পাশে অবশ্য নিকের হাত দেখা গেছে। পরিবারের এই বিশেষ মুহূর্তের ফটো যে প্রিয়াঙ্কা শেয়ার করেছেন তা নিয়ে কিন্তু আবেগে ভেসেছেন প্রিয়াঙ্কার অনুরাগীরা। ফটোগুলির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন ‘এইরকম দিনগুলি’। মুহূর্তের মধ্যেই কয়েক লক্ষ লাইক ও কমেন্ট ছাড়িয়ে গেছে। ২০১৮ সালে বিয়ে করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার থেকে ১১ বছরের ছোট আমেরিকান গায়ক নিক জোনাস (Nick Jonas)-কে।
View this post on Instagram
২০২২ সালের জানুয়ারিতেই সবাইকে চমকে দিয়ে সারোগেসির মাধ্যমে মা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর কাজের কথা বলতে গেলে ‘ইটস অল কামিং ব্যাক টু মি’ সিনেমার শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। তারপরেই ‘সিটাডেল’ সিনেমাতেও অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে বলিউডে ‘জি লে জারা’ ও ‘শীলা’ সিনেমায় থাকবেন তিনি। সবথেকে উল্লেখ্য কল্পনা চাওলাকে নিয়ে তৈরী বায়োপিকে প্রিয়াঙ্কা মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।