Priyanka Chopra: পরনে নেই অন্তর্বাস, এক টুকরো কাপড়ে লজ্জা ঢাকলেন প্রিয়াঙ্কা! ছবি দেখলে চমকে যাবেন

পরণে নেই অন্তর্বাস! বিদেশী ম্যাগাজিনের কভার পেজে উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)! দেশি গার্ল প্রিয়াঙ্কাকে এখন বলিউডে দেখা যায়না। বর্তমানে হলিউডই তার মূল আস্তানা হয়ে দাঁড়িয়েছে। ২০০২ সালে তিনি মিস ওয়ার্ল্ড হন। এরপর ‘দা হিরো’ ছবি দিয়ে বলিউডে (Bollywood) পা রেখেছিলেন। তবে, এখন আর তাঁকে বলিউডে দেখা যায়না। ২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
View this post on Instagram
তারপর স্বামী নিক জোনাসের (Nick Jonas) হাত ধরেই তিনি বিদেশে গ্রীন কার্ডের অংশীদারি হয়েছেন। বলা চলে প্রিয়াঙ্কা (Priyanka Chopra) এখন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ‛গ্লোবাল অ্যাম্বাসেডর’। অল্প সময়ের মধ্যে পশ্চিমী দুনিয়ায় তিনি যে সাফল্য অর্জন করেছেন তা সত্যি ঈর্ষনীয়। একজন অভিনেত্রী, গায়িকা, প্রযোজক এর পাশাপাশি প্রিয়াঙ্কা একজন লেখিকাও বটে। তবে, সম্প্রতি এবার এক বিদেশী ম্যাগাজিনের কভার পেজে উষ্ণতার পারদ চড়ালেন প্রিয়াঙ্কা।
View this post on Instagram
অভিনেত্রীর পরণে রয়েছে সবুজ রঙের কাপড়। গলা, কাঁধ ও কোমরের পাশ দিয়ে হালকা গিঁট দেওয়া। খোলা পিঠে একেবারে মোহময়ী লুক প্রিয়াঙ্কার। নিজের এই উষ্ণ ফটোশ্যুটের ছবি প্রিয়াঙ্কা (Priyanka Chopra) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন। সবই তো হল কিন্তু জানেন কি প্রিয়াঙ্কার পরনের এই পোশাকের দাম কত? এই পোশাকের দাম শুনলে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য।
View this post on Instagram
প্রিয়াঙ্কার (Priyanka Chopra) পরনের ওই পোশাকের দাম ৩ লক্ষ ৪০ হাজার ৬৬০ টাকা। এটিকে মূলত বিকিনি গাউন বলা হয়। যাকীনা সমুদ্র সৈকতে পড়ার জন্য উপকারী। সম্প্রতি প্রিয়াঙ্কার এই উষ্ণতায় ভরা ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।