EntertainmentViral Video

Priyanka Chopra : খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে প্রিয়াঙ্কা, জাস্ট একটুর জন্য বাঁচলেন লজ্জার হাত থেকে

Advertisement
Advertisements

Priyanka Chopra : পাপারাজ্জিদের সামনে পোশাক নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে ‛দেশী গার্ল’ (Desi Girl) প্রিয়াঙ্কা! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। ২০০২ সালে তিনি মিস ওয়ার্ল্ড হন। এরপর ‘দা হিরো’ (The Hero) ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন। তবে, এখন আর তাঁকে বলিউডে (Bollywood) দেখা যায়না। ২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

এখন হলিউডই (Hollywood) তাঁর মূল লক্ষ্য ও মূল আস্তানা। স্বামী নিক জোনাসের (Nick Jonas) হাত ধরেই তিনি বিদেশে গ্রীন কার্ডের অংশীদার হয়েছেন। ২০২২ সালটা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কাছে একটু বেশিই স্পেশাল ছিল বটে। বলা যেতে পারে যে এই সালটি অভিনেত্রীর জীবন বদলের একটি বছর। কেননা ২০২২ সালের ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন প্রিয়াঙ্কা।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

কেরিয়ার থেকে ব্যাক্তিগত জীবন সব নিয়েই সংবাদের শিরোনামে থাকেন নায়িকা। সম্প্রতি এবার একবার উঠে এলেন পেজ থ্রির পাতায়। তাও পোশাকের কারণে। বরাবরই নানা রকম পোশাকে নিজেকে ঢেকে চর্চায় উঠে আসেন তিনি। আর এবারেও তার ব্যতিক্রম হল না। কিছুদিন আগে নীতা (Nita Ambani) ও মুকেশ আম্বানি (Mukesh Ambani) কালচালার সেন্টারের গালা উদ্বোধনে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক। আর সেখানেই পোশাকের কারণে প্রিয়াঙ্কাকে পড়তে হল বিপাকে।

Watch Full Video Of Priyanka Chopra

বলা যায় পোশাকের কারণে একেবারে লজ্জাজনক মুহূর্তের শিকার হলেন অভিনেত্রী। এদিন কালারিং অফ শোল্ডার থাই-স্লিট গাউনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তবে, মঞ্চে উঠতেই পোশাক নিয়ে অস্বস্তিতে পড়লেন নায়িকা। কেননা তার শরীরের তুলনায় পোশাক ছিল আলগা। আর তাই সেই পোশাক তার বুক থেকে বারবার নেমে যাচ্ছিল। তখনই সেটিকে মঞ্চের মধ্যেই ঠিক করতে দেখা যাচ্ছিল প্রিয়াঙ্কাকে। আর সেই ছবি এখন ভাইরাল (Viral) নেটমাধ্যমে। এর আগেও বহুবার নানান কিছু নিয়ে বিতর্কের মুখে পড়েছেন নায়িকা। যদিও সেসব কোনোবারই পাত্তা দেননি। বর্তমানে স্বামী ও মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা।