অভিনেত্রী হওয়ার আগেই শাহরুখের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন! বাদশার মুখের ওপর যা বলেছিলেন প্রিয়াঙ্কা…

অভিনেত্রী হওয়ার আগেই শাহরুখের (Shah Rukh Khan) কাছ থেকে পাওয়া বিয়ের প্রস্তাব নাকোচ করেছিলেন প্রিয়াঙ্কা! কিন্তু কেন জানেন কি? বলি ও হলি কাঁপানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি তিনি ৪১-এ পা দিয়েছেন। ২০০২ সালে তিনি মিস ওয়ার্ল্ড হন। এরপর ‘দা হিরো’ ছবি দিয়ে বলিউডে (Bollywood) পা রাখেন। তবে, এখন আর তাঁকে বলিউডে দেখা যায়না।
২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর স্বামী নিক জোনাসের (Nick Jonas) হাত ধরেই তিনি বিদেশে গ্রীন কার্ডের অংশীদারি হয়েছেন। বলা চলে প্রিয়াঙ্কা (Priyanka Chopra) এখন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ‛গ্লোবাল অ্যাম্বাসেডর’। অল্প সময়ের মধ্যে পশ্চিমী দুনিয়ায় তিনি যে সাফল্য অর্জন করেছেন তা সত্যি ঈর্ষনীয়। একজন অভিনেত্রী, গায়িকা, প্রযোজক এর পাশাপাশি প্রিয়াঙ্কা একজন লেখিকাও বটে।
তবে, জানেন কি একটা সময় যখন প্রিয়াঙ্কা (Priyanka Chopra) অভিনেত্রী হননি তখন শাহরুখের দেওয়া বিয়ের প্ৰস্তাব তিনি নাকোচ করে দিয়েছিলেন। কিন্তু কিভাবে তাই ভাবছেন নিশ্চই? বলিউডের বাদশা শাহরুখের সঙ্গে ‛ডন’, ‛ডন ২’ সিনেমায় কাজ করেছিলেন প্রিয়াঙ্কা। আর তখন থেকেই গুঞ্জন তারা নাকি কাছাকাছি চলে এসেছেন। যদিও সেই সময় শাহরুখ বিবাহিত ছিলেন। আর ওদিকে প্রিয়াঙ্কাও শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন।
কিন্তু ২০০০ সালে প্রিয়াঙ্কা (Priyanka Chopra) ‛মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। তখনও তিনি অভিনয় জগতে আসেননি। আর তখন তার সঙ্গে দেখা হয় শাহরুখ খানের (Shah Rukh Khan)। শোয়ের বিচারকের আসনে ছিলেন অভিনেতা। আর সেখানেই প্রিয়াঙ্কাকেই নানান প্রশ্ন করেছিলেন বাদশা। অভিনেতা প্রিয়াঙ্কাকে বলেন যে, তিনজনের নাম বলা হচ্ছে। এরমধ্যে কাকে বিয়ে করবেন তার নাম বলতে হবে। আর সেই প্রশ্নে নিজের নামও রেখেছিলেন শাহরুখ খান।
শুধু তাই নয় শাহরুখ (Shah Rukh Khan) নিশ্চিতও ছিলেন যে, তার নামটাই বেছে নেবেন প্রিয়াঙ্কা। এদিন শাহরুখ প্রিয়াঙ্কার (Priyanka Chopra) কাছে তিনটি অপশন রেখেছিলেন। আর তাতে বলেছিলেন তিনজন পাত্রের মধ্যে প্রথমজন হলেন ভারতীয় খেলোয়াড় আজহার মহাম্মদ যিনি আপনাকে গোটা বিশ্ব নিয়ে যাবেন। আপনার দেশকে গর্বিত করবেন, এছাড়াও আপনাকেও গর্বিত করবেন। দ্বিতীয় একজন ব্যবসায়ী যার নাম উচ্চারণ করা কঠিন, ধরো স্বরভস্কি। যে আপনাকে পুরো অলঙ্কারে মুড়ে রাখবে। আর তৃতীয়জন হলেন আমার মতোন হিন্দি ছবির ফিল্মস্টার। যে তোমাকে এই প্রশ্নগুলি করছে।
সেদিন শাহরুখের (Shah Rukh Khan) করা প্রশ্নের এমন উত্তর দিয়েছিলেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra) যা শুনে সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন। অভিনেত্রী বলেছিলেন যে, এই তিনজনের মধ্যে আমি খেলোয়াড়কেই বেছে নেব। যাতে আমি তাকে বলতে পারি যে আমি তার জন্য ততটাই গর্বিত যতটা গোটা দেশ গর্বিত। তুমিই সেরা। এদিন প্রিয়াঙ্কার প্রশ্নের উত্তরে সকলেই হতবাক হয়েছিলেন। এমনকি তিনি যে, এদিন বুদ্ধিমত্তার সঙ্গে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তা বলাই যায়।