Entertainment

Priyanka Chopra: এ কেমন নাম! মেয়ের অদ্ভুত নাম রেখে বিপাকে প্রিয়াঙ্কা চোপড়া, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

Advertisement

Priyanka Chopra Daughter Name মেয়ের নাম রাখা নিয়ে এবার সংবাদের শিরোনামে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। ২০০২ সালে তিনি মিস ওয়ার্ল্ড হন। এরপর ‘দা হিরো’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন। তবে, এখন আর তাঁকে বলিউডে দেখা যায়না। ২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখন হলিউডই তাঁর মূল আস্তানা। স্বামী নিক জোনাসের (Nick Jonas) হাত ধরেই তিনি বিদেশে গ্রীন কার্ডের অংশীদারি হয়েছেন।

Priyanka Chopra: এ কেমন নাম! মেয়ের অদ্ভুত নাম রেখে বিপাকে প্রিয়াঙ্কা চোপড়া, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

২০২২ সালটা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কাছে একটু বেশিই স্পেশাল। বলা যেতে পারে যে এই সালটি অভিনেত্রীর জীবন বদলের একটি বছর। কেননা চলতি বছরের ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে ফুটফুটে একটি কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। এত দিন তার পরিচয়ের তালিকায় অনেক উপাধি যুক্ত হয়েছে। আর এবার থেকে তার নতুন একটি পরিচয় হল তিনি একজন মা। মেয়ে হওয়ার আনন্দে নিক-প্রিয়াঙ্কা (Nick-Priyanka) দুজনেই খুশিতে ভাসছেন।

Priyanka Chopra: এ কেমন নাম! মেয়ের অদ্ভুত নাম রেখে বিপাকে প্রিয়াঙ্কা চোপড়া, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

তবে, এবার মেয়ের নাম রাখা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেত্রী। সকলেরই ধারণা প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ের নাম মানে তা আধুনিক তো হবেই এমনকি নজরকাড়াও বটে। কিন্তু প্রিয়াঙ্কার মেয়ের নাম শুনে রীতিমতো অবাক সকলেই। অভিনেত্রী মেয়ের নাম রেখেছেন মালতি মেরি চোপড়া (Malti Meri Chopra)। প্রিয়াঙ্কার মায়ের নাম মালতী ও নিকের মায়ের নাম মেরি। আর এই দুই মিলিয়েই মেয়ের নাম রেখেছেন প্রিয়াঙ্কা।

Priyanka Chopra: এ কেমন নাম! মেয়ের অদ্ভুত নাম রেখে বিপাকে প্রিয়াঙ্কা চোপড়া, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

তবে, এই নাম রাখা নিয়ে নেটিজেনরা অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। তাদের দাবি ভবিষ্যতে প্রিয়াঙ্কার মেয়ে স্কুলে ভর্তি হবেন। আর সেইসময় তাকে এই নামের কারণে অনেক সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে। এমনকি এই অদ্ভুত নামের জন্য সকলের কাছে হাসির পাত্রও হতে পারে প্রিয়াঙ্কার মেয়ে।