Advertisement
Entertainment

পোশাকের ফাঁকে সুস্পষ্ট বক্ষ খাঁজ! হট লুকে অনুগামীদের ঘায়েল করলেন প্রিয়া প্রকাশ, রইল ছবি

Advertisement
Advertisements

সালটা ২০১৮, সোশ্যাল মিডিয়ার পাতায় যেভাবে চোখ মারার ভিডিও ভাইরাল হয়েছিল তা নেহাতই কেউ ভুলতে পেরেছেন। বিদ্যালয়ে পড়া ছেলেটি প্রথম বারের জন্য প্রেমে পড়েছিল তার সহপাঠীর। সেই ভিডিও এখনও কার্যত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়। নিশ্চয়ই বলার দরকার হবে না কার কথা বলা হচ্ছে। মালয়ালাম ছবির অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভেরিয়ার (Priya Prakash Varrier) -এর সম্পর্কে বলা হচ্ছে। সেই ভিডিওর পর থেকেই কার্যত পুরুষদের ক্রাশ হয়ে উঠেছিলেন তিনি।

Advertisements

সোশ্যাল মিডিয়াতেও অবাধ চলাচল আছে তাঁর। সেই কারণেই তো ২৩ বছরের প্রিয়া কার্যত আবারো ভাইরাল হয়ে উঠেছে তাঁর বোল্ড ও সংবেদনশীল ফটোশুটের কারণে। ভাইরাল ফটোতে দেখা মিলেছে কালো রঙ্গের হাই স্কিট পোশাকের। ফটোর মধ্যে দিয়েই প্রিয়ার বক্ষ যুগল সম্পূর্ণ স্পষ্ট। ভেজা শরীরে যেন যৌনতা হাতছানি দিচ্ছে প্রিয়ার চোখে মুখে। এই ফটো দেখলে কার্যত চোখ সরানো দায় হবে।

Advertisements

কোঁকড়ানো চুল, নো মেকআপ লুক ও জবরদস্ত এক্সপ্রেশন পুরুষদের ঘাম ঝরিয়ে ছাড়বে। পোশাক ও বোল্ড পোজের কারণে প্রিয়ার উরু সম্পূর্ণ উন্মুক্ত দেখা গেছে। কোনো ফটোতে আনমনা অবস্থায় বসে আছেন তো কোনো ফটোতে ক্যামেরার দিকে তাকিয়ে যেন চোখের সাহায্যে কিছু বলতে চেয়েছেন। ফটো গুলিতে লক্ষ লক্ষ লাইক ছাড়িয়ে গেছে। শুধু তাই নয় প্রিয়ার অনুরাগীরা জমিয়ে তারিফ করেছেন।

কেউ বলেছেন -‘বোল্ড শট প্রিয়া’ তো কারোর কথায় -‘বলিউডের আরেক আসন্ন কুইন’। আপনাদের জানিয়ে রাখি এই বিশেষ ফটো সিরিজটি কিন্তু সম্পূর্ণ সাদা-কালোর মধ্যে দিয়ে তৈরী করা হয়েছিল। প্রিয়া ‘Sridevi Bungalow’ নামের সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের জন্য বলিউডে ডেবিউ করতে চলেছেন। শুধু তাই নয় সেই সিনেমার শুটিং শেষ হয়ে গেলেও বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।