Entertainment

বৌদিকে কাছে পেতে পাগল দেওর, ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর Ullu-র এই ওয়েব সিরিজ, বাচ্চারা দূরে থাকো ভিডিও থেকে

Ullu Web Series: অবৈধ প্রেম যেমন সমাজের চোখে দৃষ্টি কটু ঠিক তেমনই চোখের সামনে যেন সেই গল্প গুলি ভাসে। এখন অবশ্য মনে মনে সেই গল্প ভাবতে হবে না। সোশ্যাল মিডিয়াতে এমন গল্প তুলে আনার পৃষ্ঠপোষক হিসাবে কাজ করছে অ্যাডাল্ট অ্যাপগুলি। ছোট থেকে শিশুকে তাঁদের অভিভাবকেরা অ্যাডাল্ট ফিল্ম থেকে দূরে রাখার চেষ্টা করে। তবে প্রাকৃতিক নিয়মে তা কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে তেমনই হয়ে যায়। বর্তমান সময়ে সেই অ্যাডাল্ট দৃশ্য গুলি সুন্দর করে তৈরী করে নাম দেওয়া হয়েছে ‘ইরোটিক’ ওয়েব সিরিজের। অ্যাডাল্ট সিরিজ মানেই একাকিত্ব ও একঘেয়ে জীবন থেকে খানিক শান্তি। এখন সিনেমার থেকেও ১৮+ এই সিরিজ গুলির চাহিদা সবথেকে বেশি বলা যায়।

এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে দর্শকদেরই মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম হলো ‘Ullu’। আজ তেমনই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাতে হাজির হয়েছি। যেখানে ট্রেলার থেকে পুরো ওয়েব সিরিজ দেখেই দর্শকরা কুপোকাত হয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না।

Web Series : শাহাদ (Shahad)

Cast: মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাল্ট ফিল্মের গরমকরা অভিনেত্রী প্রিয়া গামরে(Priya Gamre)।

Episode – এই সিরিজে ২টি এপিসোড আপনারা দেখতে পাবেন।

Streaming App – এই সিরিজ একমাত্র দেখা যাবে উল্লু অ্যাপের মাধ্যমে। যা নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।

Web Series Story- এক বিবাহিতা মহিলার গল্প দেখানো হয়েছে। যার সদ্য বিয়ে হয়েছে। সে তার বরের সাথে শারীরিক সম্পর্ক তৈরী করতো। তবে ঠিক সেই সময় পাশের ঘরের দেওয়ালের ফুটো দিয়ে তার দেওর সব দেখতো। দিন দিন সে তার বৌদির শরীরের প্রতি দুর্বল হয়ে যায়। একসময় তার বৌদি কার্যত সব জেনে যায়। এবার কি হবে ভবিষ্যতে? তা যদিও আপনারা জানতে পারবেন শাহাদ ওয়েব সিরিজের মাধ্যমে।

Release Date – ২০২২ সালের ১০ই ডিসেম্বর এই সিরিজটি রিলিজ করেছে।

Languages – হিন্দি সহ আরও ছয়টি আঞ্চলিক ভাষায় এই ওয়েব সিরিজ রিলিজ করেছে যা সকলে দেখতে পারেন।

How To Watch – নিজের স্মার্ট ফোনে ডাউনলোড করে নিন উল্লু অ্যাপ। তারপর নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন। কোনোরকম ফ্রি ওয়েবসিরিজ কিন্তু এই প্লাটফর্মে নেই। তাই টাকা দিয়ে পুরোপুরি তৈরী থাকুন।