Entertainment

এই সিরিজে বোল্ডনেসের সমস্ত সীমা ছাড়িয়েছেন প্রিয়া ও আলিয়া, দরজা বন্ধ করে দেখুন ভিডিও

Advertisement

Khalis Part 1 web series on ULLU: অ্যাডাল্ট সিরিজ মানেই একাকিত্ব ও একঘেয়ে জীবন থেকে খানিক শান্তি। এখন সিনেমার থেকেও ১৮+ এই সিরিজ গুলির চাহিদা সবথেকে বেশি বলা যায়। এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে দর্শকদেরই মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম। আপনি তাদের ওয়েব সিরিজ পছন্দ করেন নিশ্চয়ই? তাদের একের পর এক সিরিজ গুলি দর্শকদের হট ফেভারিট। আজ তেমনই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাতে হাজির হয়েছি। যেখানে ট্রেলার দেখেই দর্শকরা কুপোকাত হোয়ে গেছে তা বোলার অপেক্ষা রাখে না।

ওয়েব সিরিজের নাম – খালিস পার্ট ১ (Khalish Part 1)

কয়টি এপিসোড – এই সিরিজে ২টি এপিসোড আপনারা দেখতে পাবেন।

কাস্ট – মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া নাজ (Aliya Naaz) এবং প্রিয়া গামরে (Priya Gamre)।

কোন প্লাটফর্মে দেখতে পাবেন – এই সিরিজ একমাত্র দেখা যাবে উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে। যা নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।

সিরিজের গল্পঃ – সিরিজের এই গল্প তৈরী হয়েছে দুটি মহিলাকে কেন্দ্র করে। একজন শাশুড়ি ও ওপরজন তার বৌমা। তার ছেলের বৌয়ের সাথে শাশুড়ি সর্বদা দুর্ব্যবহার করতে থাকে।  শাশুড়ি বৌমার ওপর বেশ রেগে থাকেন। বৌমা তার কারণ খুঁজতে গিয়ে দেখতে পায় পাড়ার ছেলেদের উপর কার্যত লাইন মারছে তার শাশুড়ি। ব্যাস তখন সে শাশুড়ির শরীরের খিদে মেটানোর জন্য উঠে পড়ে লাগে। তাদের বাড়ির পাশে এক নতুন ছেলে আসে আর বৌমা সেই ছেলেটার সাথে তার শাশুড়িকে রাত কাটানোর ব্যবস্থা করে দেয়। কিন্তু কি হবে এই কথা জানাজানি হলে? তা দেখবেন খালিস সিরিজের মধ্যে দিয়ে।

রিলিজ তারিখ – আগামী ২৬সে মে ২০২৩ সালে এই সিরিজটি রিলিজ করছে।

কিভাবে দেখবেন – নিজের স্মার্ট ফোনে ডাউনলোড করে নিন উল্লু অ্যাপ। তারপর নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন। কোনোরকম ফ্রি ওয়েবসিরিজ কিন্তু এই প্লাটফর্ম নেই। তাই টাকা দিয়ে পুরোপুরি তৈরী থাকুন।

ভাষা – হিন্দি সহ আরও ৬টি আঞ্চলিক ভাষায় এই ওয়েব সিরিজ রিলিজ করবে।