×
EntertainmentViral Video

অসাধারণ কণ্ঠস্বর, দুর্দান্ত গান গেয়ে তাক লাগাল বাংলার মেয়ে প্রীতি, তুমুল ভাইরাল ভিডিও

টেলিভিশনের পর্দার সুপারস্টার সিঙ্গার প্রীতিকে আজ কেই না চেনে?ছোট্ট প্রীতির গানে মুগ্ধ সকল দর্শক। এত ছোট বয়সে এত অসাধারণ প্রতিভা তা প্রতিটি দর্শককে মুগ্ধ করার পাশাপাশি অবাকও করেছে। আর তাই সে আজ “সুপারস্টার সিঙ্গার” এর বিজয়িনী। এমন কি গান নেই সে জানে না। এতটুকু বয়সে বোলে চুরিয়া, চুরা লিয়া হে তুমনে জো দিলকো র মতো নানান সুপারহিট গান গেয়ে মন জয় করেছে বিচারক থেকে দর্শকদের মন।

আর তার এই গানের জন্য সে বারবারই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর আজও সে তাঁর গানের জন্যই ভাইরাল। সম্প্রতি কয়েকমাস আগের ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, প্রীতি এবং হার্ষিত নামের এক খুদে প্রতিযোগী এই দুজনে মিলে ‘ও হাসিনা জুলফোওয়ালী’ গান গেয়ে তাক লাগিয়ে দিচ্ছে দর্শক ও বিচারকদের।

ADVERTISEMENT

সুপারস্টার সিঙ্গার এর মঞ্চ থেকেই প্রীতি এই গানটি গেয়েছে। তবে, তার সঙ্গে মেল ভয়েস লিপ মিলিয়েছে হার্ষিত নামের তারই মত এক খুদে।

আর ভিডিওটিতে দেখা যাচ্ছে বিচারকের আসনে ছিলেন অলকা ইয়াগ্নিক, হিমেশ রেশমিয়া সহ জনপ্রিয় শিল্পীরা। এই দুই খুদের প্রতিভা তাদের সবাইকেও মুগ্ধ করে। গানের পাশাপাশি তাঁদের এক্সপ্রেশন নিয়েও প্রশংসা করেছে সকল বিচারক। গান ছাড়াও প্রীতি অভিনয় করতে ভালবাসে বলে জানা গিয়েছে। তবে, ভবিষ্যতে তার ইচ্ছা একজন ভালো গায়িকা হওয়ার। তাঁর এই স্বপ্ন পূরণ হোক আমরা সেটাই প্রাথনা করি। সম্প্রতি তাঁদের যুগলের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles