×
EntertainmentTrending

চুপিসারে বিয়ে করে নিলেন ‘সাত ভাই চম্পার’ পারুল! মূহুর্তে ভাইরাল ছবি

বধূবরণ সিরিয়ালে অভিনয় করে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। এরপর জি বাংলার সাত ভাই চম্পা ধারাবাহিকে অসাধারণ অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। এই সিরিয়ালের জন্য তিনি পারুল নামে পরিচিতি লাভ করেন।

সাত ভাই চম্পা ধারাবাহিকে প্রমিতার সঙ্গে অভিনয় করছিলেন রুদ্রজিত ওরফে রাঘবেন্দ্র। একসাথে অভিনয় করতে করতে কবে দুজন দুজনের প্রেমে পড়ে গেছেন বুঝতেও পারেনি। তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন।

ADVERTISEMENT

কিন্তু ইদানিং নেটদুনিয়ায় এমন একটি ছবি ভাইরাল হয়েছে যা দেখে যে কেউ ভাববে প্রেমিকের সাথে বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি দেখুন একবার, তাহলে আপনিও অবাক হবেন।

আসলে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, মাথাভর্তি সিঁদুর, হাতে শাখা এবং পলা পরে নববধূ সেজে ফটোশুট করছেন প্রমিতা। আসল বিয়ে এখনও করেননি। ইতিমধ্যে সংবাদমাধ্যমে জানিয়েছেন আগামী বছর বিয়ে করবেন অভিনেত্রী।

ADVERTISEMENT

Related Articles