EntertainmentVideoViral Video

Bhojpuri Video : খোলা আকাশের নীচে প্রদীপ পান্ডের সাথে ভরপুর রোমান্স পবনীর, ভাইরাল ভিডিও

Nayak‘ সিনেমার ‛Favourate Bhayil Ba Jawani‘ গানে এবার রোম্যান্টিক মেজাজে ধরা দিলেন প্রদীপ পান্ডে ও পবনী (Pavani)। প্রদীপ পান্ডে (Pradeep Pandey) ভোজপুরী ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা যিনি কিনা অভিনয় ও নাচ দুটোতেই বেশ দক্ষ। তিনি ‛চিন্টু’ নামে বেশি পরিচিত। তাদের ফ্যান ফলোয়ার্সও বেশ রয়েছে। দিনে দিনে ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে। বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে।

এই ইন্ডাস্ট্রির নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকেও। সকলেই আজকাল বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে, ঘুরে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিওই নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। তেমনই সম্প্রতি একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে।

যেখানে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রদীপ পান্ডে (Pradeep Pandey) ও পবনীকে (Pavani)একসঙ্গে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করতেই এই নাচ ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এমনকি যা রীতিমতো ইন্টারনেটে সেনসেশন তৈরি করেছে। ভিডিওতে প্রদীপ পান্ডের পরণে রয়েছে সাদা রঙের কুর্তা ও জিন্স। আর পবনীর পরণে রয়েছে টপ ও স্কার্ট।

কখনও একে অপরকে গভীর চুম্বনে লিপ্ত হতে দেখা যাচ্ছে। আবার কখনও পুলের পাশে দাঁড়িয়ে তাদের নাচতে দেখা যাচ্ছে। তাদের নাচ রীতিমতো মুগ্ধ করেছে ভক্তদের। ‛Enterr10 Rangeela’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে নেট মাধমে। ৩ বছর আগের এই ভিডিওটি ইতিমধ্যেই ২.৯ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ১২ হাজার মানুষ।

এছাড়া অনেকে আবার কমেন্টও করেছেন। কেউ লিখেছেন যে ‛সুন্দর’। আবার কেউ লিখেছেন ‛সুপার’। কেউ আবার লিখেছেন ‛সুপারহিট’। সবমিলিয়ে এখন তুমুল ভাইরাল (Viral) প্রদীপ পান্ডে (Pradeep Pandey) ও পবনীর (Pavani) এই ভিডিও।