EntertainmentVideoViral Video

খোলা আকাশের নীচে রাতের অন্ধকারে ঘনিষ্ঠ মুহূর্তে প্রদীপ ও খুশি, ভুলেও দেখবেন না বাচ্চাদের সামনে

ফের একবার নাচে-গানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন খুশি দুবে (Khusi Dubey) ও প্রদীপ পান্ডে (Pradeep Pandey)। প্রদীপ পান্ডে ভোজপুরী ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা যিনি কিনা অভিনয় ও নাচ দুটোতেই বেশ দক্ষ। তিনি ‛চিন্টু’ নামে বেশি পরিচিত। তাদের ফ্যান ফলোয়ার্সও বেশ রয়েছে। দিনে দিনে ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে। বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে।

এই ইন্ডাস্ট্রির নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকেও। সকলেই আজকাল বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে, ঘুরতে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিও নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। তেমনই সম্প্রতি একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে।

  • Movie: Didiya Ke Devar Dil Le Gail
  • Song: June Ke Garmi Bhayil Ba Jawani
  • Cast: খুশি দুবে (Khusi Dubey) ও প্রদীপ পান্ডে (Pradeep Pandey)
  • Singer: Vikas Pandey, Priyanka Singh
  • Story: ভিডিওতে অভিনেতা প্রদীপ পান্ডে (Pradeep Pandey) ও খুশি দুবেকে (Kajal Raghwani) একসঙ্গে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। পাশাপাশি তাদের ধামাকাদার নাচও ব্যাপকভাবে নজর কেড়েছে সকলের। ভিডিওর শুরুতেই দুজনকে বিছানার উপর ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। এরপর তাদের নাচতে দেখা যাচ্ছে। ভিডিওতে খুশির পরণে দেখা যাচ্ছে লেহেঙ্গা চোলি। আর ওদিকে প্রদীপের পরণে রয়েছে শার্ট ও প্যান্ট।
  • Youtube Channel: Enterr10 Rangeela নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
  • Views: ১ বছর আগের শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ১.৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৯ হাজারের বেশি মানুষ।

সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল খুশি ও প্রদীপের (Khusi-Pradeep) এই ভিডিও।