EntertainmentVideoViral Video

Bhojpuri Video : নিরাহুয়াকে ভুলে প্রদীপ পান্ডের সাথে খোলা পরিবেশে ভরপুর রোমান্স আম্রপালির, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমান যুগে অ্যাডাল্ট শব্দটা অনেকটাই বদলে গেছে। কারণ আগে যৌনতা কিংবা রোমান্টিক সিন্ দেখার জন্য অনেক বাধ্যবাধকতা ছিল। এই যুগে স্মার্ট ফোন থাকলেই হলো অবাধে আপনি কামুকতাকে স্বাগত জানাতে পারবেন। অ্যাডাল্ট ফিল্ম নয়, সাধারণ সিনেমাতেও এক সে এক বেড সিন্ দর্শকদের বেজায় আনন্দ দেয়। সেই প্রকোপ থেকে বলিউড থেকে বাংলা, ভোজপুরি থেকে তামিল কেউ বাদ যায়নি। তবে যৌনতার সাথেই দর্শকদের পছন্দ খুঁনসুটি ভরা রোমান্স। যা আদতে ভোজপুরি সিনেমায় দেখা যায়। এবার কার্যত সেই খুঁনসুটি ও রোমান্স ভরে উঠেছে একটি ভিডিওর মধ্যে।

এবার যে জুটি ভাইরাল হয়েছে তাঁদের রোমান্সর সাথেই যে নাচ তার জন্য দর্শকদের মন কেড়ে নিয়েছে। তাঁদের নাম জানতে আপনারা কতটা আগ্রহী তা আমরা জানি। তবে কিছু সময় ধৈর্য্য ধরুন। প্রতিবেদনের মধ্যে তাঁদের নাম জানানো হবে। সম্প্রতি সেই বিখ্যাত জুটির একটি গান ব্যাপক ভাইরাল হয়েছে। সেই বিশেষ সিনেমার গান সম্পর্কে আজ আপনাদের জানাবো।

Movie : লাভ বিবাহ.কম (Love Vivah. Com)

Song : রাজা জি গাল কাট লেহাব (Raja Ji Gaal Kaat Lehab)

Cast : প্রদীপ পাণ্ডে চিন্টু (Pradeep Pandey Chintu), আম্রপালি দুবে (Amrapali Dubey)

Singers : প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)

Song Story : গানটি চূড়ান্ত রোমান্টিক নয় বরং খুনসুটিতে পরিপূর্ণ। প্রদীপ প্রথম অবস্থায় তাঁকে পাত্তা না দিলেও নায়িকা কি ছেড়ে দেবে এত সহজে। জোড় করে নিজের ভালোবসা ছিনিয়ে নিয়েছে। খোলা আকাশকে সাক্ষী রেখে দুজনেই একসময় প্রেমে মজেছেন। ভিডিওর মধ্যেই খুঁনসুটি ও বিভিন্ন প্রেমের ছোট ছোট সুন্দর মুহুর্ত চোখে পড়ার মতো। আম্রপালির ভারী শরীরের ভাঁজ প্রতিটি মানুষকে গরম হতে সাহায্য করেছে। তবে এই ভিডিওটি অতটা গরম করার নয়। ভোজপুরি গানের মধ্যে যে এই গান রোমান্সের দিক থেকে অন্যতম তা বলার দরকার হবে না।

Youtube Channel : ওয়ার্ল্ডওয়াইড রেকর্ড ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এই ভিডিও সামনে এসেছিলো।

Views : এক বছর পেরিয়ে গেছে এই ভিডিওর বয়স। তবে এখনও পর্যন্ত ৩,৬৪,৫১০ জন দর্শক দেখে নিয়েছেন এই ভিডিও।