×
Entertainment

দক্ষিণী নয়, এই বলিউড সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস! চিনতে পারছেন?

করণের ‛কফি উইথ করণ’ শো মানেই উঠে আসে বলিউড তারকাদের হাঁড়ির খবর। রিল থেকে রিয়েল সব কিছুরই সিক্রেট ফাঁস হয় এখানে। আর এবার প্রভাস (Prabhas) ও কৃতির (Kriti Sanon) নতুন প্রেমের গল্পের সন্ধান দিল এই শো। এমনকি ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেও শোনা যাচ্ছে এই খবর। কার্তিক, অক্ষয়ের নায়িকার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেতা প্রভাস। গাঢ় হচ্ছে নতুন প্রেমের গুঞ্জন।

দক্ষিণী নয়, এই বলিউড সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘বাহুবলী' খ্যাত প্রভাস! চিনতে পারছেন? -

প্রভাস ও কৃতি যে ‛বিশেষ বন্ধু’ তার আভাস মিলেছে করণের শোতে। ‛আদিপুরুষ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। আর সেখানেই দুজনের আলাপ। আর তারপর বন্ধুত্ব। তাহলে কি সেই বন্ধুত্ব এবার গড়াচ্ছে প্রেমের দিকে? কিন্তু হঠাৎ এই গুঞ্জন কেন তাই ভাবছেন নিশ্চই? আসলে ‛কফি উইথ করণ’ র শোতে এসে প্রকাশ্যেই প্রভাসকে ফোন করেন কৃতি।

দক্ষিণী নয়, এই বলিউড সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘বাহুবলী' খ্যাত প্রভাস! চিনতে পারছেন? -

কয়েক মুহর্তের মধ্যেই কৃতির ফোন ধরেন অভিনেতা। তার কন্ঠস্বর শুনে মনে হচ্ছিল তিনি যেন কৃতির ফোনের জন্যই অপেক্ষা করছিলেন। আর এই পর্ব সম্প্রচারিত হওয়া মাত্রই তাঁদেরকে নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হয়ে যায়। তবে, ঘনিষ্ঠ মহল সূত্রে সোনা যাচ্ছে যে, কাজের সুবাদেই দুজনের মধ্যে দারুন বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। এমনকি নিয়মিত দুজন দুজনকে ফোনও করেন।

দক্ষিণী নয়, এই বলিউড সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘বাহুবলী' খ্যাত প্রভাস! চিনতে পারছেন? -

তবে, প্রভাস বা কৃতি কেউই এই মুহূর্তে তাদের সম্পর্ককে বন্ধুত্বের বাইরে অন্য কোন তকমা দিতে রাজি নন। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে ‛আদিপুরুষ’। আর এই ছবির হাত ধরেই নতুন এক জুটিকে পর্দায় দেখতে পাবেন নেটিজেনরা। তারা ছাড়াও এই সিনেমায় সানি সিং, বৎসল শেঠ, সইফ আলি খানকে অভিনয় করতে দেখা যাবে।