Entertainment

Hiya Dey : কঠিন অস্ত্রোপচার হল ‘পটলকুমার’ হিয়ার! এখন কেমন আছেন অভিনেত্রী?

শিশু শিল্পী হিসেবেই পা রেখেছিলেন অভিনয় জগতে। প্রথম ধারাবাহিকে অভিনয় করেই বাজিমাত। ‘পটলকুমার গানওয়াল’ ধারাবাহিক শেষ হয়েছে বেশ কয়েক বছর আগে। তবে আজও সকলের কাছে পটল কুমার হিসেবেই পরিচিত অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)। নিত্যদিন লাইমলাইট ছিনিয়ে নেন এই নায়িকা। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে সোশ্যাল মিডিয়ায়।

Hiya Dey

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

শেষবার জনপ্রিয় এই নায়িকাকে দেখা গেছে স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে। এই সিরিয়ালে নাম চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি। তবে আপাতত নিজেকে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন ‘পটল কুমার’। পড়াশোনা নিয়েই ব্যস্ত সে। তবে অভিনয় জগতে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় এই নায়িকা। মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি তিনি তুলে ধরেন সমাজ মাধ্যমের পাতায়। সম্প্রীতিও ঘটল তেমনটাই।

না, হাতে ওয়াইনের গ্লাস নিয়ে কিংবা ছোট পোশাক পরে ছবি পোস্ট করে এবার আর বিতর্কে জড়াননি তিনি। বরং হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করেছেন হিয়া দে (Hiya Dey)। প্রিয় অভিনেত্রীর এই পরিস্থিতি দেখে রীতিমত ঘুম উড়েছে নেটপাড়ার বাসিন্দাদের। কী হল তাঁর? এই প্রশ্নই জেগেছে সকলের মনে।

হঠাৎ করে হলটা কী?

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

কী হলো নায়িকার? এই উত্তর সন্ধানের জন্য এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর মা শ্রাবণী দের সঙ্গে। তিনি জানান, ‘ অস্ত্রোপচার হয়েছে। ওর পেটে 15 সেন্টিমিটারের টিউমার হয়েছিল। সঙ্গে বাসা বেধেছিল সিস্ট। সেটাই অপারেশন করা হয়েছে। যদিও আগে থেকে আমরা কিছুই বুঝতে পারেনি কারণ কোনওরকম উপসর্গ ছিল না। গত শনিবার হঠাৎ করেই পেটটা ফোলা লাগে মেয়ের। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো অপারেশন করানো হয়’। তবে আপাতত আগের তুলনায় সুস্থ আছেন নায়িকা এমনটাই জানিয়েছেন তাঁর মা।