পরনে লাল শাড়ি সিথিতে সিঁদুর, মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে সেরে ফেললেন ‘পটলকুমার’ হিয়া দে!

ঠিক যেন বনেদি বাড়ির নতুন বউ! সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা, পরণে লাল শাড়ি। একেবারে বধূর বেশে ধরা দিলেন অভিনেত্রী হিয়া দে। ছবি দেখে অবাক নেটিজেনরা। কয়েক বছর আগে ‘পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন হিয়া দে (Hiya Dey)। পর্দায় তাঁর অভিনয় ছিল দেখার মতো।
View this post on Instagram
শিশু গায়ক পটলের জীবনের কষ্ট মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন দর্শকরা। এরপর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। এখন তিনি কিশোরী। তবে তাকে দেখলে যুবতী বলেই মনে হবে। এরপর জি বাংলার ‛আলো ছায়া’ ধারাবাহিকে আলোর চরিত্রে তাকে দেখা গিয়েছিল। এমনকি স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‘ফেলনা’ সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রেও দেখা মিলেছিল তার। তবে, পটলের জনপ্রিয়তা কোনো কিছুকেই ছাপাতে পারেনি।
View this post on Instagram
কিন্তু, শুধু সিরিয়ালই নয় ‛নির্ভয়া’ নামের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মুখ দেখিয়েছেন হিয়া। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ হিয়া দে। মাঝেমধ্যেই নিত্যনতুন ছবি ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি হিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে তার পরণে রয়েছে লাল রঙের শাড়ি। গা ভর্তি গয়না, মাথায় ঘোমটা ও সিঁথি রাঙানো সিঁদুরে।
View this post on Instagram
দেখে যেন মনে হচ্ছে কোনো এক বনেদি বাড়ির বউ। যথারীতি ছবি ভাইরাল হতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন যে, ‛তাহলে কি হিয়া বিয়ে করে নিল?’ আবার কারোর প্রশ্ন ‛নতুন কোনো সিরিয়াল নাকি?’। তবে, ছবি শেয়ার করেই হিয়া ক্যাপশনে লিখে দিয়েছেন ‛ফটোশ্যুট’। সঙ্গে একটি লাভ ইমোজিও দিয়েছেন। শুধু তাই নয় এক সাক্ষাৎকারে হিয়া জানিয়েছেন ছবিটি বছর দুয়েক আগের তোলা।
View this post on Instagram
পাশাপাশি নেটিজেনদের উদ্দেশ্যে এও বলেছেন যে, আমাকে এমন সিঁদুর পরা অবস্থায় দেখলে অনেকেই অনেক রকম মন্তব্য করেন। যদিও আমি কোনো মন্তব্যের জবাব দেইনা। এমনকি পড়িও না। তবে, সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হিয়ার এই ছবি।