জনপ্রিয় গায়িকা রানু মণ্ডলকে বিয়ে করলেন করন জোহর, তুমুল ভাইরাল ভিডিও
গত বছরও পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে বাজছিল তাঁর গান। যদিও এই গান সবজায়গায় শুনে অতিষ্ট হয়ে উঠেছিল সবাই। এর পেছনে যদিও তাঁর অহংকারই কাল হয়েছিল। ফ্যানদের সাথে তাঁর দুর্ব্যবহার তাঁকে সবার পছন্দের তালিকা থেকে নিয়ে আসে অপছন্দের তালিকায়।
রানাঘাটের সেই রানু মণ্ডলকে ভোলা কি এতই সহজ। একসময় নেট দুনিয়ায় রীতিমত রাজ করেছেন তিনি বলতে পারেন। রাতারাতি যেভাবে তাঁর ভাগ্যের চাকা ঘুরে গেছিল তা সত্যিই অবিশ্বাস্য। লতা মঙ্গেশকরের গান ‘এক পেয়ার কা নাগমা হাইন’ ভবঘুরে এবং স্টেশন বাসী রানু মণ্ডলের গলায় শুনে সবাই মুগ্ধ হয়েছিলেন।
লতা মঙ্গেশকরের সেই গান খালি গলায় গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রানাঘাটের রানু মন্ডল। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পেছনে যার হাত ছিল, তিনি হলেন অতীন্দ্র চক্রবর্তী। এই অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরে রানু মন্ডল স্টেশন থেকে বলিউডে তার জায়গা করে নেয়। যেখানে তাকে হিমেশ রেশমিয়ার সঙ্গে “তেরি মেরি কাহানি” গানটি গাইতে দেখা যায়।
কিন্তু কথায় আছে না, অহংকারই পতনের মূল। সেটাই হল রানু মণ্ডলের সাথে। রাতারাতি সেলেব হওয়ার পরই আচরণ বদলাতে থাকল রানু মণ্ডলের। তিনি তাঁর ফ্যানদের সাথে করতে লাগলেন দুর্ব্যবহার। যাঁরা তাকে স্টার বানালো তাঁদেরই দুর ছাই করতে লাগলেন। যে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিভা পৌঁছে দিয়েছিল তাঁকে বলিউডে। সেখানেই তাঁকে করা হচ্ছে হাসির খোরাক। তাকে বানানো হচ্ছে মিম ও ট্রোল করা হচ্ছে। কখনো তার ড্রেসআপ নিয়ে আবার কখনো তার ইন্টারভিউয়ে বলা কিছু কথা নিয়ে।
বর্তমান সময়ে ঠিক এমনই একটি ট্রোল সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে দেখা গিয়েছে যেখানে পরিচালক করণ জোহরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন রানু মন্ডল! যেখানে রানু মন্ডল কনের সাজে সেজেছেন এবং বর সাজে রয়েছেন পরিচালক কারণ যোহর ঠিক তারই পাশে! এমন দৃশ্য পোস্ট হবার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড় বিভিন্ন তর্ক-বিতর্ক এবং সমালোচনার।