হট অবতারে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা, চরম ভাইরাল ছবি
টলি পাড়ার সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম মধুমিতা। ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করার পর ২০-৬০ সব বয়সের মানুষের ভক্তদের পাগল করে দিচ্ছেন তিনি। তাঁর ফলোয়ার সংখ্যা দেখলেই তা আরো ভালো করে বোঝা যায়। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী।
প্রায় দিনই নানান পোশাকে নানান ভঙ্গিতে ছবি পোস্ট করেন তিনি। কখনও খোলা পিঠ তো কখনও ওপেন ক্লিভেজে আবার কখনও বা হট অ্যান্ড সেক্সি পোজে সবেতেই যেন সাবলীল তিনি। সম্প্রতি, পরণে নীল ডেনিম, সঙ্গে ক্রপ টপ, হাতে ঘড়ি পরেই ছবিতে ক্লিক করেছেন মধুমিতা। সঙ্গে সঙ্গেই ইনস্টা-তে পোস্ট করেছেন অভিনেত্রী।
মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবির ক্যাপশনে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি জানি’। নিজের জায়গাটা আরও একবার সকলকে বুঝিয়ে দিলেন মধুমিতা।
ভক্তদের লাইক, কমেন্ট এর সংখ্যা যেমন বেড়েছে তেমনি নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। তাতে অবশ্য কোন যাই আসেনা টলিকুইন এর। তিনি বেশ খোশমেজাজেই দর্শকদের মন জয় করে নিয়েছেন।