×
EntertainmentVideoViral Video

জন্মদিনে ‘পঞ্চমী’ সুস্মিতাকে লাখ টাকার ফোন উপহার দিল প্রেমিক অনির্বাণ, শুভেচ্ছায় ভরালেন নেটিজেনরা

তাহলে কি চুপিসারে বাগদান সেরে নিলেন ‛পঞ্চমী’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)? এই জল্পনাই এখন ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। বর্তমানে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন সুস্মিতা দে। অপরাজিতা অপু ধারাবাহিক দিয়ে পা রেখেছিলেন টিভির পর্দায়। এখন তাকে স্টার জলসার পর্দায় ‛পঞ্চমী’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। আর অভিনেত্রী মানেই তার ফ্যান-ফলোয়ার্স সংখ্যা কম নয়। আর তাই এসব জিইয়ে রাখতেই অনেকে নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখেন।

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সুস্মিতা কিন্তু একেবারেই উল্টো। প্রথম থেকেই অভিনেত্রী তার প্রেমিকের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিয়েছেন। বলতে গেলে তারা খুল্লাম খুল্লা প্রেম করেন। আজ সুস্মিতার জন্মদিন। আর এবারের জন্মদিন যে সুস্মিতার কাছে বেশ স্পেশাল হয়ে থাকবে তা বলাই যায়। এদিন বেশ ঘটা করেই সুস্মিতার জন্মদিন পালিত হয়। শুধু তাই নয় এদিন সুস্মিতার প্রেমিক হাঁটু গেড়ে উপহার দেয় সুস্মিতাকে।

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

কি উপহার পেয়েছেন অভিনেত্রী প্রেমিকের থেকে সেটাই জানতে ইচ্ছে করছে নিশ্চই? আইফোনের লেটেস্ট মডেল উপহার দিয়েছেন অনির্বাণ। যার দাম প্রায় লক্ষাধিক টাকা। আর এই উপহার পেয়ে খুশিতে ডগমগ সুস্মিতা। তবে, এই আয়োজন দেখে নেটিজেনদের সকলেরই মনে এই প্রশ্ন জেগেছে যে, তাহলে কি চুপিসারে বাগদান সেরে নিলেন সুস্মিতা-অনির্বাণ?

 

View this post on Instagram

 

A post shared by Anirban Roy (@anirbanroy.official)

পেশায় ইভেন্ট অর্গানাইজার অনির্বাণ (Anirban Roy)। যুক্ত বিজ্ঞাপন জগতের সঙ্গে। কাজের সুবাদেই সুস্মিতার সঙ্গে তার আলাপ। তিনবছর ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। আর বাগদান সম্পর্কে বলতে গেলে বলে রাখি যে, সেসব কিছু না। আসলে এক ঘনিষ্ঠর বিয়ের আসরে এই সেলিব্রেশন হয়েছে। যেখানে উপস্থিত ছিল পরিবারের সদস্যরা। এদিন গোলাপি লেহেঙ্গায় সেজে উঠেছিল সুস্মিতা। আর অনির্বানের পরণে ছিল সোনালী রঙের গলাবন্ধ পাঞ্জাবি। সবমিলিয়ে সুস্মিতার জন্মদিন বেশ জমে উঠেছিল।